আজকাল ওয়েবডেস্ক: চোট বড় বালাই।  আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকেই গেলেন ইংল্যান্ডের পেসার আর্চার। 

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ে বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পান তিনি। ৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে চোট পান তিনি। বুড়ো আঙুলের  লিগামেন্টে চোট।

ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত ছিল আইপিএল। সেই সময়ে ভারত ছাড়েন আর্চার। পরে টুর্নামেন্ট শুরু হলেও আর্চার আর ফেরেননি। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে ইংল্যান্ডের কিন্তু আর্চারকে রাখা হয়েছিল ওয়ানডে-র দলে। ওয়ানডে-তে নামা হচ্ছে না আর্চারের। 
তাঁর পরিবর্তে বাঁ হাতি পেসার লুক উডকে ওয়ানডে দলে নিয়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি দলেও আছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। উল্লেখ্য সিরিজ শুরু হচ্ছে ২৯ মে থেকে।