আজকাল ওয়েবডেস্ক: আম্পায়ারের কথায় কর্ণপাতই করলেন না ইংরেজ অধিনায়ক অলি পোপ। বেন স্টোকস খেলতে না পারায় ওভাল টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক পোপ।
ওভাল টেস্টের দ্বিতীয় দিন আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটার লোকেশ রাহুল। খেলা শেষেও রইল বিতর্ক। আম্পায়ার কুমার ধর্মসেনার প্রস্তাবে রাজি হননি পোপ। ফলে সময়ের আগেই বন্ধ করতে হয়েছে খেলা। এই ঘটনা ঘিরেও বিতর্ক হয়েছে।
প্রথম দিনের খেলার একটা বড় অংশ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ওভার শেষ করতে দ্বিতীয় দিনও খেলা শেষের সময় বাড়াতে হয়েছিল। ভারতীয় সময় রাত ১২টা পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আলো কমে যায়। ফলে আম্পায়ার ধর্মসেনা পোপকে প্রস্তাব দেন স্পিনারদের দিয়ে বল করাতে। তা হলে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চলত।
ক্রিকেটের নিয়ম, যদি আলো কম থাকে তা হলে আম্পায়ারেরা বোলিং দলকে প্রস্তাব দেন স্পিনার দিয়ে বল করানোর। যদি অধিনায়ক তাতে রাজি হন তা হলে খেলা চালানো হয়। কারণ, ওই আলোয় পেসারদের খেলা কঠিন হয়। কিন্তু পোপ ধর্মসেনার প্রস্তাব মানেননি। তিনি স্পষ্ট বলেন, ‘আমাদের স্পিনার নেই। তাই স্পিনারকে দিয়ে করাব না। পেসারকে দিয়ে করাতে রাজি।’ তা শুনে ধর্মসেনা বলেন, ‘তা হলে এখানেই খেলা বন্ধ করতে হবে।’ এরপরই ভারতীয় ব্যাটারদের তিনি ইশারা করেন মাঠ ছাড়তে।
পোপের সিদ্ধান্তের ফলে ১৫ মিনিট আগেই খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। ইংরেজ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে দু’রকম মত শোনা গিয়েছে ধারাভাষ্যকারদের মধ্যেই। চেতেশ্বর পুজারার মতে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন পোপ। তাঁদের দলে বিশেষজ্ঞ স্পিনার নেই। তাই পোপ আর খেলা চালিয়ে যেতে চাননি। যদিও মাইকেল আথারটনের মতে, জো রুট বা জেকব বেথেলকে দিয়ে বল করাতে পারতেন রুট। সেই সময় নৈশপ্রহরী আকাশদীপ ব্যাট করছিলেন। ফলে ইংল্যান্ডের সুযোগ ছিল আরও উইকেট নেওয়ার। তেমনটা হলে ভারত আরও চাপে পড়ত। সেই সুযোগ হাতছাড়া করেছেন পোপ।
এদিকে জমে গেছে ওভাল টেস্ট। দ্বিতীয় দিন পড়েছে ১৫ উইকেট। জমে গেছে ওভাল টেস্ট। ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড শেষ হয়ে গেল ২৪৭ রানে। এগিয়ে থাকা মাত্র ২৩ রানে। যদিও চোটের জন্য ক্রিস ওকস ব্যাট করতে পারেননি।
এটা ঘটনা, ওভাল টেস্টে কামব্যাক করল ভারত। প্রথম ইনিংস ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড শুরু করেছিল। ওভারে ছয়ের উপর রান তুলছিল।
ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ৯২ রানের মাথায়। যখন আউট হন বেন ডাকেট। তিনি ৩৮ বলে ৪৩ করে যান। তাঁকে ফেরান আকাশদীপ। তবে জ্যাক ক্রলি অর্ধশতরান করেছেন। ৫৭ বলে ৬৪ করে তিনি প্রসিধ কৃষ্ণার শিকার। ১২৯/২ থাকা দল বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি তুলেছিল আট উইকেটে ২৪২। ইংরেজরা সাকুল্যে এগিয়ে ছিল ১৮ রানে। বৃষ্টির পর খেলা শুরু হতেই মহম্মদ সিরাজ বোল্ড করে দেন হ্যারি ব্রুককে (৫৩)।
এটা ঘটনা জ্যাক ক্রলি ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে ব্রিটিশদের। অধিনায়ক অলি পোপ (২২), জো রুট (২৯) সেট হয়েও রান পাননি। তবে হ্যারি ব্রুক ৫৩ করে যান। ভারতের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশদীপের সংগ্রহে একটি।
জবাবে ভারতের সংগ্রহ দিনের শেষে ২ উইকেটে ৭৫। টিম ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে ৫২ রানে। অর্ধশতরান করেছেন যশস্বী।
