আজকাল ওয়েবডেস্ক: আবার সাফল্যের সরণিতে লাল হলুদের মেয়েরা। শ্রীভূমিকে টাইব্রেকারে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে নব্বই মিনিটের শেষে ম্যাচের ফলাফল ছিল ১-১। শেষপর্যন্ত টাইব্রেকারে শ্রীভূমিকে ৪-২ গোলে হারাল লাল হলুদের মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগের পর কন্যাশ্রী কাপ। দ্বিমুকুট জয় ইস্টবেঙ্গলের মেয়েদের। নির্ধারিত সময় লাল হলুদের হয়ে একমাত্র গোল করেন সুলঞ্জনা রাউল। কিন্তু ম্যাচের সেরা গোলকিপার মামনি। তাঁর গ্লাভসেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজের ভক্ত লাল হলুদের মহিলা কিপার। কিন্তু গ্লাভস হাতে গোল পোস্টের নীচে বেশিদিন হয়নি। ইস্টবেঙ্গল যোগ দেওয়ার পর থেকে গত তিন বছর গোলকিপার হিসেবে খেলছেন। তার আগে স্ট্রাইকার ছিলেন। সম্পূর্ণ ভূমিকা বদল। কিন্তু এদিন গোলের নীচে অনবদ্য সেভে দলকে জয় এনে দিলেন।
কন্যাশ্রী কাপের ট্রফি ইস্টবেঙ্গলের মহিলা দলের হাতে তুলে দেওয়ার পর আরও একবার কলকাতা লিগে ভূমিপুত্র বাড়ানোর আহ্বান জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, 'কলকাতা লিগে মাত্র পাঁচজন বাংলার ছেলে খেলতে পারবে। বাইরের ছেলের আধিক্য বেশি। আপনারা আরেকবার ভাবুন। আরেকবার আলোচনা করুন। বাংলার ফুটবলারদের সংখ্যা বাড়ান। তবেই বাংলার ফুটবল এগোবে। মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে। ছেলেদের ফুটবলেও সেটা দরকার। পাঁচজন বাংলার, ছ'জন বাইরের ফুটবলার হতে পারে না। আমি এই বিষয়টা আরও একবার ভাবার জন্য অনুরোধ করব।' শীঘ্রই শুরু হবে কলকাতা লিগ। বুধবার দক্ষিণ কলকাতার একটি ক্লাবে তার ড্র হবে। এই প্রথমবার আইএফএর কার্যালয়ের বাইরে কলকাতা লিগের ড্র হতে চলেছে।
