আজকাল ওয়েবডেস্ক: জেসন কামিন্সের সই নিয়ে সাময়িকভাবে ট্রান্সফার ব্যানের মুখে পড়েছে মোহনবাগান। বর্তমানে কোনও ফুটবলার সই করাতে পারবে না আইএসএল লিগ শিল্ড এবং কাপ জয়ীরা। তবে অন্যদিকে দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। দল বদলের বাজারে ভালই এগোচ্ছে কলকাতার প্রধান। পিভি বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়ানোর পর বিপিন সিংকে সই করাল ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, আগামী দু'বছরের জন্য লাল হলুদ জার্সিতে দেখা যাবে জাতীয় দলের উইঙ্গারকে। বেশ কয়েকদিন ধরেই বিপিনের দিকে হাত বাড়ায় ইস্টবেঙ্গল। কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল। এবার তাতে সিলমোহর পড়ল। শুক্রবার মুম্বই সিটি এফসি থেকে বিপনকে সই করাল ইস্টবেঙ্গল। 

আগের মরশুমে একটা দিক সচল রাখেন বিষ্ণু। অন্য উইং নিয়ে একাধিকবার সমস্যায় পড়তে হয়। চেনা ছন্দে পাওয়া যায়নি নাওরেম মহেশ, নন্দকুমারকে। তাই এবার ভাল ভারতীয় উইঙ্গার নেওয়ার দিকে জোর দিয়েছিলেন অস্কার ব্রুজো। শেষমেষ ইস্টবেঙ্গলের জালে ধরা দিলেন বিপিন। দীর্ঘদিন মুম্বই সিটির হয়ে খেলছেন। গতির পাশাপাশি গোল করার ক্ষমতা রয়েছে। বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য। সুতরাং, অভিজ্ঞতা প্রচুর। আশা করা যাচ্ছে বিপিনের সংযোজনে ইস্টবেঙ্গলের উইং সমস্যা মিটবে। প্রসঙ্গত, একদিন আগেই পিভি বিষ্ণুর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় ইস্টবেঙ্গল। আরও তিন বছর লাল হলুদে খেলবেন প্রতিভাবান উইঙ্গার। শোনা গিয়েছিল, মোহনবাগানে সই করতে পারেন বিষ্ণু। কিন্তু শেষপর্যন্ত ঘরের ছেলে ঘরেই থাকল।