আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায়  নিয়েছেন মেদভেদেভ। বিদায় নেওয়ার পরেও তাঁকে জরিমানার মোটা অঙ্ক গুনতে হচ্ছে। ৭৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাঁকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৬ লক্ষ টাকা। 

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মেজাজ হারান মেদভেদেভ। থাইল্যান্ডের খেলোয়াড় কাসিদিত সামরেজের বিরুদ্ধে দ্বিতীয় সেট হারান তিনি। তৃতীয় সেটও কাসিদিত যখন জিতে নিতে চলেছেন, তখন আর স্থির থাকতে পারেননি মেদভেদেভ।

নেট ক্যামেরায় পাঁচবার আঘাত করে বসেন তিনি।  র‍্যাকেটও ভাঙে, ক্যামেরাও ভাঙে। মেদভেদেভকে জরিমানা করা হয় ১০ হাজার ডলার।

প্রথম রাউন্ডে জিতলেও  দ্বিতীয় রাউন্ডে আর ম্যাচ জেতা  হয়নি মেদভেদেভের। ১৯ বছরের লার্নার তিয়েনের কাছে মেদভেদেভ পরাস্ত হন। ম্যাচ চলাকালীন মেজাজ হারান তিনি। বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে ছুড়ে মারেন র‍্যাকেট।

সাংবাদিক বৈঠকেও যাননি মেদভেদেভ। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গেও বিতর্কে জড়ান। মেদভেদেভকে জরিমানা করা হয়েছে ৬৬ হাজার ডলার। সব মিলিয়ে ৭৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে মেদভেদেভকে।