আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৮ বছরেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের দোম্মারাজু গুকেশ। ডিং লিরেনকে হারিয়েছেন তিনি।
এবার জানা যাচ্ছে আগামী বছর বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলবেন তিনি। নরওয়ের এই দাবাড়ু বিশ্বের সবচেয়ে সেরা দাবাড়ু। আগামী বছর নরওয়ে দাবা প্রতিযোগিতায় খেলবেন গুকেশ। সেখানেই তার লড়াই হবে কার্লসেনের বিরুদ্ধে।
স্টাভেঞ্জারে টুর্নামেন্টটি চলবে ২০২৫ সালের ২৬ মে থেকে ৬ জুন অবধি। এটা ঘটনা চলতি বছর একাধিক সাফল্য পেয়েছেন গুকেশ। টাটা স্টিল মাস্টার্সে জিতেছেন। দাবা অলিম্পিয়াডে সোনা জিতেছেন। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে সাফল্য পেয়েছেন। সবশেষে হলেন বিশ্বচ্যাম্পিয়ন।
সেই গুকেশ বলেছেন, ‘নরওয়েতে আগামী বছর সেরা সেরা দাবাড়ুদের সঙ্গে খেলার সুযোগ পাব। এদিকে, বিশ্বচ্যাম্পিয়ন খেতাব পাওয়ার পুরস্কারমূল্য হিসাবে ১১.৩৪ কোটি টাকা জিতেছেন গুকেশ। তবে এই পুরস্কারের পুরো অর্থ তিনি পাবেন না। সরকারকে কর দিতে হবে।
ভারতে কেউ বছরে ১৫ লাখের বেশি উপার্জন করলে তাঁকে ৩০ শতাংশের বেশি কর দিতে হয়। কেউ যদি পাঁচ কোটি টাকার বেশি উপার্জন করেন, তা হলে ৩৭ শতাংশ পর্যন্ত কর এবং আরও চার শতাংশ কর স্বাস্থ্য এবং শিক্ষা খাতে দিতে হয়। মোট করের পরিমাণ ৪২ শতাংশও পেরিয়ে যায়। জানা গিয়েছে, পুরস্কারমূল্য থেকে গুকেশকে ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে।
এদিকে সোমবার সকালেই দেশে ফিরেছেন গুকেশ।
