আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৮ বছর। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দোম্মারাজু গুকেশ। সোমবারই তিনি দেশে ফিরেছেন। এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তিনি পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। তবে পুরস্কারের সব অর্থ তিনি পাবেন না। সরকারকে ট্যাক্স দিতে হবে। জানা যাচ্ছে তিনি যা ট্যাক্স দেবেন, তা ধোনির আইপিএল বেতনের থেকেও বেশি। গুকেশকে পুরস্কারমূল্যের ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে বলে মনে করা হচ্ছে। 

কিন্তু এই পাহাড়প্রমাণ অর্থ নিয়ে কী করবেন গুকেশ?

তাঁর এই উত্থানের পিছনে রয়েছে মা-বাবার আত্মত্যাগের কাহিনি। গুকেশের বাবা রজনীকান্ত নাক-গলা-কানের শল্য চিকিৎসক ছিলেন। ছেলের সঙ্গে দেশেবিদেশে গিয়েছেন বাবা। একসময়ে রজনীকান্ত ডাক্তারি ছেড়ে দেন। গুকেশের মা পদ্মকুমারী একমাত্র রোজগেরে ছিলেন তাঁদের পরিবারে। পদ্মকুমারী মাইক্রোবায়োলজিস্ট। এই বিশাল পরিমাণ অর্থ নিয়ে কী করবেন গুকেশ? নব্য বিশ্বচ্যাম্পিয়ন বলছেন, ''এই অর্থ আমার কাছে অনেক। আমি যখন দাবা খেলা শুরু করি তখন আমার মা-বাবার আর্থিক কষ্ট ছিল। এখন আমরা অনেক স্বাচ্ছন্দ্যে রয়েছি। আর্থিক দিক থেকে আর  চিন্তার কোনও কারণ নেই।'' তাছাড়াও সেই সময়ে গুকেশের মা-বাবার বন্ধুরা স্পনসর করেছেন বিশ্বচ্যাম্পিয়নকে। এখন এই পরিমাণ প্রাইজ মানি পাওয়ায় আর্থিক স্থিতিশীলতা এসেছে। 

এদিকে মায়লাদুথুরাইয়ের সাংসদ আর সুধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, গুকেশের প্রাপ্ত অর্থ থেকে যেন আয়কর কাটা না হয়। 
কংগ্রেস আমলে শচীন তেণ্ডুলকর, রবি শাস্ত্রীর মতো ক্রিকেটারদের করমুক্তি দেওয়া হত, তেমনই গুকেশকেও যেন কর থেকে অব্যহতি দেওয়া হয়।