আজকাল ওয়েবডেস্ক: পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চান, বৃহস্পতিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যেন দর্শকরা তাঁকে নিয়ে মজা করেন, তাঁর বিরুদ্ধে স্লোগান দেন।
তাঁর মতে, এতে দলের অন্য খেলোয়াড়দের ওপর চাপ কিছুটা কমবে। বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলেই ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে পর্তুগাল।
আর রোনাল্ডো বললেন, ‘যদি দর্শকরা তাঁর দিকে মনোযোগ দেন, তবে সতীর্থদের জন্য সেটাই হবে বাড়তি সুবিধা’।
বুধবার সংবাদমাধ্যমের সামনে রোনাল্ডো বলেন, ‘স্টেডিয়াম নিশ্চয়ই আমাকে ‘বু’ করবে, মজা করবে। তবে আমি তাতে অভ্যস্ত। বরং আমি চাই ওরা তাই করুক, এতে অন্য খেলোয়াড়দের ওপর চাপ কমবে।’
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আগামী বছর তাঁর ষষ্ঠ বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। বাছাইপর্বে পর্তুগাল বর্তমানে গ্রুপ ‘এফ’-এ পাঁচ পয়েন্টে এগিয়ে আছে, হাতে বাকি দুই ম্যাচ।
তবে রোনাল্ডো মনে করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তিনি বলেন, ‘ওরা রক্ষণে জমাট থাকবে, আমাদের জায়গা দিতে চাইবে না। কঠিন ম্যাচ হবে।’
প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বিশ্বকাপ ফাইনালে গিয়ে নিজের হাজারতম গোল করবেন, তখন রোনাল্ডো হেসে সেই সাংবাদিককে উত্তর দেন।
বলেন, ‘তুমি নিশ্চয়ই বেশি সিনেমা দেখো! এটা হলে খুব সুন্দর হতো, কিন্তু বাস্তবে সেটা ভাবা অতিরঞ্জিত হবে।’ বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনাল্ডোর কেরিয়ারে এখন পর্যন্ত গোল সংখ্যা ৯৫৩।
জাতীয় দলের জার্সিতে তিনি করেছেন ১৪৩ গোল, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী রোনাল্ডো মঙ্গলবারই জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপই সম্ভবত তাঁর শেষ টুর্নামেন্ট এবং এর পর কয়েক বছরের মধ্যেই তিনি ফুটবল থেকে অবসর নেবেন।
তবে বুধবারের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপাতত ভবিষ্যতের কথা নয়, দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকেই তাঁর সম্পূর্ণ মনোযোগ।
রোনাল্ডোর কথায়, ‘একই কথা বারবার বলার মানে মনোযোগ হারানো। ভবিষ্যত নিয়ে পরে কথা বলব। এখন লক্ষ্য একটাই, পর্তুগালকে আরেকটি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দেওয়া।’
