আজকাল ওয়েবডেস্ক: আগামী সপ্তাহে কোচের নাম ঘোষণা করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ২৮ মার্চ দরিভালকে বরখাস্ত করা হয়েছিল। তার পর থেকে
নতুন কোচ খুঁজছে ব্রাজিল। ব্রাজিলের এক টেলিভিশনে সিবিএফ জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানো বলেন,আর বেশি অপেক্ষা করতে হবে না। আগামী সপ্তাহেই কোচের নাম জানিয়ে দেওয়া হবে।
এদিকে সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তিকে পাওয়ার চেষ্টা করছে সিবিএফ। যদিও আরেকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যানচেলোত্তিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লা লিগায় রিয়াল কী করছে, তার অপেক্ষায় সিবিএফ।
২৬ মের মধ্যে নতুন কোচ পেতে চাইছে সিবিএফ। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা হবে।
দরিভালের সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে কিছু বলা হয়নি ব্রাজিলের টিভিতে। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। তারা এখন চার নম্বরে।
