আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনালে চলে গেলেন কার্লোস আলকারাজ। তবে ছিটকে যেতে যেতেও বেঁচে গেলেন মহিলাদের শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে স্রেফ অভিজ্ঞতার জোরে তিনি ৪–৬, ৬–২, ৬–৪ গেমে হারালেন জার্মানির অবাছাই খেলোয়াড় লরা সিগমুন্ডকে। শেষ আটের লড়াইয়ে জিতেছেন অন্য বাছাই খেলোয়াড়রাও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারালেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ। চলে গেলেন সেমিফাইনালে।
 
 কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে ছন্দহীন ছিলেন সাবালেঙ্কা। বেশ কিছু আনফোর্সড এরর করেন। কিন্তু দ্বিতীয় সেটেই ছন্দে ফেরেন তিনি। ৬–২ ব্যবধানে সহজে দ্বিতীয় সেট জিতে নিয়ে সমতা ফেরান। তবে তৃতীয় সেটে সাবালেঙ্কাকে আবার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন সিগমুন্ড। একটা সময় ৪–৩ ব্যবধানে এগিয়েও যান তিনি। মোক্ষম সময়ে প্রতিপক্ষের সার্ভিস ভেঙে লড়াইয়ে ফেরেন সাবালেঙ্কা। টানা তিনটি গেম জিতে সেট দখল করেন। ২ ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইয়ের পর উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছন মহিলাদের শীর্ষ বাছাই। 
 
 এদিকে প্রতিপক্ষকে উড়িয়ে শেষ চারে গেলেন আলকারাজ। ১ ঘণ্টা ৩৯ মিনিটেই নরিকে উড়িয়ে দিলেন ৬–২, ৬–৩, ৬–৩ গেমে। 
 
 মহিলাদের অন্য কোয়ার্টার ফাইনালে আমেরিকার অ্যামান্ডা অ্যানিসিমোভা ৬–১, ৭–৬ (১১–৯) গেমে হারান এবং অবাছাই আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে। ১ ঘণ্টা ৩৯ মিনিট ধরে চলে খেলা।
 
 এদিকে, পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজও। আমেরিকার খেলোয়াড়কেও কঠিন লড়াই করতে হল। তাঁর প্রতিপক্ষ ছিলেন ১৭তম বাছাই কারেন খাচানভ। ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে ফ্রিৎজের পক্ষে ম্যাচের ফল ৬–৩, ৬–৪, ১–৬, ৭–৬ (৭–৪)। 
