আজকাল ওয়েবডেস্ক: নেইমার আবার গোল করছেন। দলকে জেতাচ্ছেন। সমর্থকরাও তারকাকে নিয়ে আশায় বুক বাঁধছেন। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি। তিনি গিয়েই যে দল বাছাই করেছেন, তাতে রাখেননি নেইমারকে। 

চোট আঘাতের লাল চোখ দূরে সরিয়ে মাঠে ফেরার পরে নেইমার ধরা দেননি চেনা অবতারে। কিন্তু ব্রাজিলের সিরি আ চ্যাম্পিয়নশিপে নেইমারের দেওয়া একমাত্র গোলে স্যান্টোস হারায় ফ্লামেঙ্গোকে। উল্লেখ্য, ফ্লামেঙ্গো এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। 

স্যান্টোস-ফ্লামেঙ্গো ম্যাচ গোলশূন্য ছিল খেলার ৮৪ মিনিট পর্যন্ত। নেইমার গোল করেন ম্যাচের ফলাফল গড়ে দেন। গুইমারেসের পাস ধরে জোরালো শেট গোল করেন নেইমার।  
সেই গোল ফ্লামেঙ্গো হজম করার পরে যে সময় বাকি ছিল, তাতে আর সমতা ফেরানো সম্ভব হয়নি তাদের পক্ষে। 

আরও পড়ুন: লর্ডস টেস্ট জিতিয়ে দেবেন সিরাজ, আশায় বুক বেঁধেছিলেন অশ্বিনের বাবা, ছেলের কাছ থেকে জোটে বকুনি

?ref_src=twsrc%5Etfw">July 17, 2025

সিরি আ-তে নেইমারের এটি প্রথম গোল। চোট আঘাতের লাল চোখ ছিল। সেই কারণে তিনটি ম্যাচ কেবল শুরু করতে পেরেছিলেন নেইমার। ফ্লামেঙ্গোর বিরুদ্ধে নেমে নেইমার গোল করলেন। খেলার শেষে তারকা ব্রাজিলীয়কে বলতে শোনা গিয়েছে, ''প্রতিটি ম্যাচে ৯০ মিনিট খেলতে চাই আমি। শারীরিক দিক থেকে শক্তিশালী থাকতে চাই। তবে শারীরিক দিক থেকে সেরা জায়গায় ফিরতে সময় লাগবে।''  

একসময়ে নেইমারকে নিয়ে আশা ছিল সমর্থকদের। কিন্তু চোট আঘাত তাঁকে ডানা মেলতে দিল না। বারংবার চোট পেয়ে ছিটকে যাওয়া, তার পর ফিরে আসা, এই দস্তুর হয়ে গিয়েছে নেইমারের ক্ষেত্রে।  

Neymar scores late as Santos beats Flamengo

সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলার সময়ে এসিএল ছিঁড়ে গিয়েছিল নেইমারের। অস্ত্রোপচারের পরে ফিরে এলেও আল হিলাল তাঁর সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। নেইমার চলে আসেন ছেলেবেলার ক্লাব স্যান্টোসে। তিনি আগের ফর্মে ফেরার মরিয়া এক চেষ্টা করে যাচ্ছেন। নেইমারকে বলতে শোনা গিয়েছে, ''আমার শরীর সবকিছুর সঙ্গে ফের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।''  

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে চোট পেয়ে প্রায় এক বছর ছিটকে গিয়েছিলেন নেইমার। চোট প্রসঙ্গে নেইমারকে বলতে শোনা গিয়েছে, ''আমার যে চোট ছিল তা সামলানো সহজ ব্যাপার ছিল না। আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পেরে আমি খুব খুশি। আমি এখনও একশো শতাংশ সুস্থ নই। তবে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।'' 

২০টি দলকে নিয়ে ব্রাজিলের সিরি আ টুর্নামেন্ট। ফ্লামেঙ্গোর বিরুদ্ধে জেতার ফলে স্যান্টোস এখন ২০ দলের মধ্যে ১৩ নম্বরে। স্যান্টোসের ঝুলিতে ১৪ পয়েন্ট। ফ্লামেঙ্গোর থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে স্যান্টোস।  

Neymar scores a goal, Santos secures second consecutive victory

নেইমার বলছেন, ''আমার মতে লিগের সেরা দল ফ্লামেঙ্গো। ট্যাকটিকালি দুর্দান্ত দল। আক্রমণ এবং রক্ষণে পারদর্শী। দুর্দান্ত মানের কিছু প্লেয়ার রয়েছে।'' 

নেইমারের সংযোজন, ''লিগ পজিশনে আমরা যে জায়গায় রয়েছি, তার থেকেও যে আমরা ভাল তা আজকের জয়ে প্রমাণিত। আমাদের নতুন শুরু। সিরি আ শুরুর আগে আমরা যে সময় পেয়েছি, তাতে নিজেদের তৈরি করেছি। আজকের জয়ের ফলে প্রমাণিত হল যে কোনও দলের সঙ্গে আমরা লড়তে সক্ষম।'' 

উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল ফ্লামেঙ্গো। তার পরই তারা নেমে পড়েছে  ব্রাজিলের সিরি আ লিগে। টুর্নামেন্টের অন্য ম্যাচে পালমেইরাস ও মিরাসলের খেলা ১-১ গোলে শেষ হয়। করিন্থিয়ান্স ১-০ গোলে হারায় সিয়েরাকে। বোতাফোগো ও ভিটোরিয়ার খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। ড্র করে সাও পাওলো। 

আরও পড়ুন: বুমরা খেললেই ভারত নাকি বেশি হারে!‌ অদ্ভুত যুক্তি দিলেন এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার