আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন গাস অ্যাটকিনসন। বুধবার ইংল্যান্ডের তারকা বোলারের চোটের কথা জানায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। জোফ্রা আর্চরের পর পাওয়া যাবে না অ্যাটকিনসনকে। ২৯ মে বার্মিংহামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সামনেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে তারকা পেসারের চোট চিন্তা বাড়াল ইংল্যান্ড শিবিরের। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাটকিনসন। ইংল্যান্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে শুশ্রূষা চলবে তাঁর। ইসিবির একটি বিবৃতিতে জানানো হয়, 'ইংল্যান্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ওর রিহ্যাব চলবে। তাঁর কোনও পরিবর্ত নেওয়া হচ্ছে না।' প্রশ্ন হল, ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে কি ফিট হবেন অ্যাটকিনসন? এই বিষয়ে ইসিবি কিছু জানায়নি। তবে ইংলিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারত সিরিজের আগে ফিট হয়ে যাবেন ইংল্যান্ডের তারকা পেসার। ২০ জুন শুরু প্রথম টেস্ট। একদিনের সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ইংল্যান্ড।