আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহ বাকি। তার আগেই জোর ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল। তরুণ অফস্পিনার এএম গজনফর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন। শুধু তাই নয় আইপিএলেও তিনি খেলতে পারবেন না। পিঠে চোট রয়েছে তাঁর। অন্তত চার মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে গেলেন। আফগান ক্রিকেট সংস্থা বুধবারই এই খবর নিশ্চিত করেছে।
১৮ বছরের রহস্য স্পিনার গজনফরের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোটে। রিজার্ভে ছিলেন তিনি। এবার চলে এলেন মূল দলে। এখনও অবধি দেশের হয়ে সাতটি ওয়ানডে ও ছয়টি টি২০ ম্যাচ খেলেছেন ২০ বছরের খারোটে।
জানা গেছে জিম্বাবোয়ে সফরে চোটটা পেয়েছিলেন গজনফর। ক্রিকেট আফগানিস্তান এক্স হ্যান্ডলে লিখেছে, ‘পিঠে একটা ফ্রাকচারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না গজনফর। জিম্বাবোয়ে সফরে চোটটা পেয়েছিলেন গজনফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।’
মুম্বই ইন্ডিয়ান্স এবার গজনফরকে দলে নিয়েছে। শোনা যাচ্ছে আইপিএল শুরু হবে ২১ মার্চ। ফাইনাল ২৫ মে হতে পারে। কিন্তু আইপিএলের আসরেও এবার খেলা হবে না রহস্য স্পিনারের।
অফস্পিনার মুজিব উর রহমানও চোটের জন্য দলে নেই। এবার গজনফর ছিটকে যাওয়ায় বাড়ল সমস্যা। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২১ ফেব্রুয়ারি আফগানদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
