আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার ২০২৭ বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছে। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, অস্ট্রেলিয়া সফরই তাঁদের শেষ সিরিজ হতে পারে। কিন্তু এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজীব শুক্লা। বিসিসিআইয়ের সহ সভাপতি আরও একবার জানিয়ে দেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের ওপর নির্ভর করবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জেতার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। রাজীব শুক্লা বলেন, 'ওদের খেলা আমাদের জন্য সুবিধার। কারণ ওরা গেট ব্যাটার। ওদের উপস্থিতিতে আশা করছি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব। আর এটা ওদের শেষ সিরিজ নয়। আমরা সেই নিয়ে ভাবতে চাই না। অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ওদের। তাই এটা ওদের শেষ সিরিজ বলা সম্পূর্ণ ভুল হবে।' 

শুভমন গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান রাজীব শুক্লা। ১২ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে টিম ইন্ডিয়ার সাফল্যের বিষয়ে আশাবাদী বোর্ডের সহ সভাপতি। রাজীব শুক্লা বলেন, 'শুভমন গিলের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় অভিনন্দন। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওখানে কঠিন প্রতিযোগিতা হবে। ওদের দলও খুব ভাল। তাই অস্ট্রেলিয়া সফরে‌‌ যাওয়ার আগে এই জয় পার্থক্য গড়ে দেবে। অবশ্যই আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতব। আমি পুরোপুরি আশাবাদী।' 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। ক্যাঙ্গারুদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলবে রো-কো জুটি। বুধবার স্যার ডন ব্র্যাডম্যানের দেশে পাড়ি দেবে ভারতীয় দল। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা যায় রোহিত শর্মাকে। দিল্লিতে দলের বাকিদের সঙ্গে যোগ দিতে রওনা হন হিটম্যান। তাঁকে দেখে যথেষ্ট ফিট মনে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনেকটাই ওজন ঝরিয়েছেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিরাট এবং রোহিত। ফাইনালে ম্যাচের সেরা হন জোড়া আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রান করেন। শুভমন গিল দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নীল জার্সিতে নামবেন রোহিত। সম্প্রতি শিবাজী পার্কে মুম্বইয়ের প্রাক্তন সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ট্রেনিং সেশনে অংশ নেন। প্রাক্তন অধিনায়কের প্র্যাকটিস দেখতে জমায়েত হয়েছিল ফ্যানরা। অনুশীলন চলাকালীন নিজের সিগনেচার পুল এবং কাট শটের প্রদর্শন করেন রোহিত। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন হিটম্যান। স্যুপ শটও মারতে দেখা যায়।