আজকাল ওয়েবডেস্ক: চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এখনও অবধি সবচেয়ে সফল বোলারের নাম জসপ্রিত বুমরা। তিন টেস্টে নিয়ে ফেলেছেন ২১ উইকেট।
সামনে মেলবোর্ন টেস্ট। বুমরাকে সামলাতে হিমশিম খাচ্ছেন অজি ব্যাটাররা। এই পরিস্থিতিতে প্রাক্তন অজি ক্রিকেটার সাইমন কাটিচ বাতলে দিয়েছেন বুমরাকে সামলানোর পথ। তাঁর কথায়, অনবরত স্ট্রাইক রোটেট করেই বুমরাকে সামলাতে হবে। সঙ্গে চাই শক্তিশালী রক্ষণ।
কাটিচের কথায়, ‘বুমরা খারাপ বল সাধারণত করেই না। তাই ওকে সামলানোর সময় সজাগ থাকতে হবে। আলগা বল বুমরা প্রায় করেই না।’ এরপরই কাটিচের সংযোজন, ‘ক্রমাগত স্ট্রাইক রোটেট করতে হবে বুমরাকে খেলার সময়। তবেই ওর ছন্দ কাটবে। সঙ্গে চাই শক্তিশালী রক্ষণ।’
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অতি আক্রমণাত্মক হতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কাটিচের কথায়, ‘ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া পজিটিভ মাইন্ডসেট নিয়ে এসেছিল। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে ফেলে। একসময় ৮০/৭ হয়ে গিয়েছিল।’ কাটিচের যুক্তি, ‘লাল বলে মুভমেন্ট অনেক বেশি। তার উপর বল ছিল নতুন। তার উপর গাব্বায় খেলা।’ মেলবোর্ন টেস্টের আগে ব্যাটারদের জন্য কাটিচের পরামর্শ, ‘টপ অর্ডারকে সাবধানে খেলতে হবে। বুমরার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাতে গেলেই মুশকিল।’
মেলবোর্নে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের অভিষেক হতে পারে। কাটিচের সাবধানবাণী, ‘বুমরার মতো বোলারের বিরুদ্ধে কাজটা সহজ নয়। যদিও ওকে চিনি। প্রতিভা আছে।’ এমনকী কাটিচ মনে করেন মেলবোর্নে মিচেল মার্শের জায়গায় বিও ওয়েবস্টারকে খেলানো উচিত।
