আজকাল ওয়েবডেস্ক: শুরুটা ভাল হয়নি। একটু নড়বড়েই দেখাচ্ছিল। কিন্তু খেলা যত গড়াল, সাবালেঙ্কা ততই যেন নিজেকে ফিরে পেলেন। ভাল বন্ধু পাউলো বাদোসাকে হারিয়ে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন বেলারুশের তারকা।
মহিলাদের সেমিফাইনালের প্রথম সেটে শুরুতে ২-০ পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ান তিনি। ম্যাচটি জিতে নেন ৬-৪, ৬-২-এ।
সাবালেঙ্কা বলেন, ''কোর্টের ভিতরে যা হওয়ার হয়েছে, কোর্টের বাইরে আমরা বন্ধু। এরপরেও বাদোসা আমার বন্ধুই থাকবে। পরবর্তী এক ঘন্টা বা একদিন বা দুদিন বাদোসা আমাকে ঘৃণা করবে। আমি এর মোকাবিলা করতে পারি। তার পরে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা আবার বন্ধুই থাকব। একসঙ্গে শপিং করতে বেরবো।''
১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর সপ্তম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি সাবালেঙ্কার সামনে।
২০২৩ সালের শুরু থেকে হার্ড কোর্টে ৩৪টি ম্যাচের মধ্যে ৩৩টিতেই জমিতেছেন বেলারুশের তারকা। অস্ট্রেলিয়ান ওপেনেই তিনি জিতেছেন ২০টি ম্যাচ।
