আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের জেদ্দায় যখন নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিরা, হাত গুটিয়ে পাঁচ ঘণ্টা চুপচাপ বসে থাকলেন রাহুল দ্রাবিড় সহ রাজস্থান রয়্যালসের কর্তারা। নিলামের অধিকাংশ সময় একজন প্লেয়ারও কিনল না রাজস্থান। বেশ কয়েকবার যখন রাজস্থানের টেবিলের দিকে ক্যামেরা গিয়েছে, নিরুত্তাপ মুখে বসে থাকতে দেখা যায় দ্রাবিড়কে। বাকিরা যখন নিলামের টেবিলে ঝড় তুলছে, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা রেকর্ড অঙ্কে বিক্রি হচ্ছে, কোনও প্লেয়ারের জন্য বিডই করেনি রাজস্থান।শেষপর্যন্ত পাঁচ ঘন্টা পর রবিবার মেগা নিলামে প্রথম প্লেয়ার কেনে রাজস্থান। ১২.৫০ কোটিতে নেওয়া নেয় জোফ্রা আর্চারকে। মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই ছিল রাজস্থানের। কিন্তু তাঁদের প্লেয়ারকে ধরে রাখল দ্রাবিড়ের দল।
২০২০ সালের পর পুরোদমে আর আইপিএলে খেলেননি আর্চার। চার বছর পর ফিরছেন। প্রথমে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেননি ইংল্যান্ডের পেসার। মেগা নিলামের তিনদিন আগে তালিকায় সংযোজন হয়। দীর্ঘ চোট সারিয়ে এবছর ইংল্যান্ড দলে ফেরেন। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলেন। ২০২২ মেগা নিলামে কনুইয়ের চোট সত্ত্বেও তাঁর পেছনে ৮ কোটি খরচ করে মুম্বই। কিন্তু আইপিএল থেকে ছিটকে যান। ২০২৩ আইপিএলে মুম্বইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলার পরই আবার কনুইয়ের চোটে ছিটকে যান। সুতরাং, ২০২০ সালেই শেষবার পুরো আইপিএল খেলেন আর্চার। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০ উইকেট নিয়ে সবচেয়ে মূল্যবান প্লেয়ার হন। আইপিএলে ৪০ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন। দীর্ঘদিন পর আবার প্রত্যাবর্তন হচ্ছে ইংল্যান্ডের জোরে বোলারের।
