আজকাল ওয়েবডেস্ক: ২২ জুন, ২০২৫। পর্তুগিজ তারকা দিয়েগো জটা বিয়ে করেছিলেন ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে। 

৩ জুলাই, ২০২৫। জুটি ভেঙে গেল। বিয়ের ঠিক ১১দিনের মধ্যেই থেমে গেল এক মহাজীবন। অকালেই ঝরে গেলেন পর্তুগিজ ফুটবলার দিয়েগো জটা। 

বৃহস্পতিবার এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল জোটার জীবন। কথায় বলে জীবন যেন পদ্মপাতায় জল। পদ্মপাতা নড়ে গেলেই জলও ছলকে পড়ে। জীবন সেরকমই অনিশ্চিত। 

বিয়ের ভিডিও কয়েক ঘণ্টা আগেও জটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখন কি তিনি আর জানতেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সব ছেড়ে হাঁটা লাগাবেন এমন এক দেশে যেখান থেকে কেউ আর ফিরতে পারে না।

সেই ২০১২ সাল থেকে রুট কার্ডোসোর সঙ্গে সম্পর্ক জটার। তিন সন্তান তাঁদের সংসারে। ২০২২ সালের জুলাই মাসে সুসজ্জিত এক লেকের ধারে রুটকে প্রেম নিবেদন করেছিলেন। 

১১ দিন আগে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জটা বিয়ের ভিডিও পোস্ট করেছিলেন। বিয়ের দিন রুটের পরনে ছিল চোখধাঁধানো সাদা পোশাক। জটা পরেছিলেন নেভি সুট। 

বিয়ের ছবির সঙ্গে ক্যাপশনে হিসেবে লেখা ছিল, ''জুন ২২, ২০২৫, ইয়েস টু ফরএভার। দিনটা আমরা কোনওদিন ভুলব না।'' সেই ইনস্টাপোস্টে ১ লক্ষ ৯০ হাজার লাইক পড়েছিল। হাজারের উপর মন্তব্য করেছিলেন ভক্তরা। 

বিয়ের পরই এক সাক্ষাৎকারে জটাকে বলতে শোনা গিয়েছিল, ''আই অ্যাম দ্য লাকি ওয়ান।'' ভাগ্যদেবীও সহায় ছিলেন না জটার। স্ত্রী ও তিন ছোট্ট ছোট্ট সন্তানকে ফেলে জটা হারিয়ে গেলেন চিরদিনের জন্য। থেমে গেল এক ভালবাসার কাহিনিও।