আজকাল ওয়েবডেস্ক: আগের ম্যাচে শতরান করা সত্ত্বেও এবার রঞ্জি দলে স্থান হয়নি। রোহিত শর্মার জন্য জায়গা ছেড়ে দিতে হয় ১৭ বছরের আয়ুশ মাত্রেকে। চলতি রঞ্জিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। ছয় ম্যাচে ৪৪১ রান করেন। গড় ৪০.০৯। কিন্তু অস্ট্রেলিয়ায় জঘন্য পারফরম্যান্সের পর বোর্ড এবং কোচ গৌতম গম্ভীরের কথা মেনে রোহিত শর্মা ও যশস্বী জয়েসওয়াল রঞ্জিতে ফেরায় আয়ুশকে নিজের জায়গা ছেড়ে দিতে হয়। কিন্তু ব্যাট হাতে রঞ্জিতে প্রত্যাবর্তনেও ব্যর্থ ভারত অধিনায়ক। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রান না পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোহিতকে ট্রোল করা হয়। আয়ুশের জায়গা দখল করার জন্য তাঁকে তিরস্কার করে ফ্যানরা। কিন্তু একেবারেই এইসবের পক্ষে নন উঠতি ক্রিকেটার। রোহিতকে আদর্শ মানেন তিনি। তাঁকে দেখেই ক্রিকেটে আশা। ভারত অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। 

আয়ুশ বলেন, 'টিভিতে ওকে ব্যাট করতে দেখে ক্রিকেট খেলা শুরু করি। সেখান থেকে নিজের আদর্শের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া আমার কাছে অবাস্তব মুহূর্ত ছাড়া কিছু নয়। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। অনেক কিছু শেখার আছে।' রোহিতের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে এমন লেখেন আয়ুশ। মুম্বইয়ের আগের রঞ্জি ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ১১৬ রান করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে অভিষেকের পর ইতিমধ্যেই ৪৫৮ রান করে ফেলেছেন। গড় ৬৫.৪২। মুম্বইয়ের উঠতি ব্যাটারদের মধ্যে আয়ুশ অন্যতম। তবে শুধু রোহিত নয়, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে রান পাননি যশস্বী জয়েসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে এবং শিবম দুবেও। শার্দূল ঠাকুরের শতরান মুম্বইকে লড়াইয়ে রাখে।