আজকাল ওয়েবডেস্ক: মডেলিং-এও আছেন, বিতর্কেও আছেন। তিনি বনি ব্লু। বড়দের ছবির এই তারকা একটি অনলাইন প্ল্যাটফর্মে মডেলিং করেন। এবার মডেল ঘোষণা করলেন এই মাসেই সর্বসমক্ষে ২০০০ পুরুষের সঙ্গে শারীরিক মিলনে অংশ নেবেন।
গত বছর বনি দাবি করেছিলেন, তিনি ১২ঘণ্টায় বিছানায় সঙ্গ দিয়েছেন ১০৫৭জন পুরুষকে। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই তথ্য জানান তিনি। স্থানীয় সংবাদমাধ্যমও তাঁর বলা এই সংখ্যা নিশ্চিত করে। বনির এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই একপ্রকার হইচই পড়ে গিয়েছিল নেটপাড়ায়। এবার নিজেই নিজের সেই রেকর্ড ভাঙার চেষ্টা করবেন মডেল।
এমনকী তারিখও স্থির করে ফেলেছেন বনি। জানিয়েছেন এই জুন মাসের ১৫ তারিখ সর্বসমক্ষে প্রকাশ্য রাস্তায় নিজেকে বেঁধে রাখবেন তিনি। সেখানে যে কেউ চাইলেই তাঁর সঙ্গে সঙ্গম করতে পারবেন। যাঁরা সঙ্গম করতে ইচ্ছুক নন, তাঁরা নিছক দর্শক হিসাবেই দেখতে পারবেন গোটা ঘটনা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এই ঘোষণা করেছেন মডেল। জানিয়েছেন, ২০০০ জনের মধ্যে যে কেউ থাকতে পারেন। সাংসারিক ব্যক্তি, বৃদ্ধ থেকে তরুণ, চাইলেই যে কেউ সঙ্গ দিতে পারবেন তাঁকে।
