আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে তান্ডব। মাথা ফাটল রোগীর আত্মীয়ের। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে। গোটা হাসপাতাল পুলিশ ঘিরে রেখেছে। 

 

 

রবিবার সকালে ঘটনাটি ঘটে ট্রমা কেয়ারের সামনে। সূত্রে খবর, দুই রোগীর পরিবারের মধ্যে ঝামেলা। সেই থেকেই বাঁধে হাতাহাতি। হঠাৎই হকিস্টিক নিয়ে, উইকেট নিয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। সংখ্যায় ১৫-২০ জন ছিল বলে জানা গিয়েছে। মারের চোটে রোগীর এক আত্মীয়ের মাথা ফেটে গিয়েছে বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। 

 

জানা গিয়েছে জখম যুবকের নাম সৌরভ মোদক। তিনি বাঁকুড়ার বাসিন্দা। তার বাবাকে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তার আগেই জখম হলেন তিনি। আহত সৌরভের আঘাত কতটা গুরুতর তা জানার জন্য সিটি স্ক্যান করা হচ্ছে। 

 

এই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।