আজকাল ওয়েবডেস্ক: পুজো শেষ, তবে পুজোর রেশ এখনও রয়ে গিয়েছে। প্রতিমা, মন্ডপ দেখার ঢল এখন ভিড় জমাচ্ছে বিসর্জনে। শুক্রবার শহরে দুর্গাপূজার কার্নিভাল। স্বাভাবিক ভাবেই বৃহস্পতিতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১০০টি পূজা কমিটি অংশগ্রহণ করবে আগামিকালের কার্নিভালে। আসছেন বহু বিদেশি অতিথি। জানা গিয়েছে, আগামিকাল রেড রোডে জমায়েত হবে অন্তত ১৮ হাজার মানুষের। তবে এই বিশাল আয়োজন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্যই শুক্রবার শহরের বুকে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। সাধারণ মানুষের সুবিধার্থে সেই তথ্য আগেই প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, ২৭ অক্টোবরের রাত ১২টা থেকেই বন্ধ থাকবে রেডরোড। শুক্রবার সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত ওই রাস্তায় পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করার পর দুপুর থেকে ফের বন্ধ থাকবে ওই রাস্তা। ২৭ তারিখ রাত ১২টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এজেসি বোস রোড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, রেড রোড লাভার্স লেন দিয়ে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। দুপুর তিনটের পর ওই রাস্তা দিয়ে প্রতিমাবাহী গাড়িও চলাচল করতে পারবে না। খিদিরপুর রোডে দুপুর ২টো থেকে আর কোনও গাড়ি চলবে না। শুধুমাত্র কার্নিভালে যোগ দিতে আসা এবং বিদ্যাসাগর সেতু ধরে আসা গাড়ি চলবে এই রাস্তায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে কার্নিভাল। পুলিশ প্রশাসনের নজরদারিতে হেস্টিংসের দিন থেকে একে একে ট্যাবলোগুলি ঢুকবে রেডরোডে।
