আজকাল ওয়েবডেস্ক:‌ অফিসের ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। ফের আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয়। দুপুর ১২.‌৪৫ নাগাদ শোভাবাজার–সুতানুটি স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিষেবা স্বাভাবিক রয়েছে দক্ষিণেশ্বর থেকে দমদম ও সেন্ট্রাল থেকে কবি সুভাষ অবধি।


পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। এদিকে ব্যস্ত সময়ে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন।
মেট্রো সূত্রে জানা গেছে, ১২.‌৩৬ মিনিটে মেট্রোটি দমদম থেকে ছেড়েছিল। ১২.‌৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। এরপরই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন–দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। শুরু হয় উদ্ধার কাজ। জানা গেছে, ৩০ বছরের ওই যুবক মারা গেছে। এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১টা ২৭ মিনিটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।