আজকাল ওয়েবডেস্ক: ধারালো ছুরি দিয়ে এক কোপে স্ত্রীয়ের গলা উড়িয়ে দিল স্বামী। নৃশংস এই খুনের ঘটনা ঘটেছে সোনারপুরের শীতলা এলাকায়। জানা গিয়েছে, বছর পনেরো আগে এলাকারই এক কাপড় ব্যবসায়ী সমীর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মালা বোস নামে এক মহিলার। তাঁদের ১৫ বছরের মেয়ে রয়েছে। সোমবার মালা অফিস থেকে সোজা বাপের বাড়িতে এসেছিলেন।

সেই সময় তাঁর স্বামী এসে স্ত্রীকে বাড়ির বাইরে ডাকেন। বাইরে যেতেই ধারালো ছুরি দিয়ে এক কোপে স্ত্রীয়ের গলা নামিয়ে দেন সমীর। পুলিশ সূত্রে খবর, ধারদেনায় দুবে গিয়েছিলেন সমীর। টাকা চাইতেন স্ত্রীয়ের থেকে। না দিলে মারধর করতেন। মালা দেবী ডিভোর্স দিতে চাইলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ত্রীকে খুন করলেন তিনি। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সমীর। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।