আজকাল ওয়েবডেস্ক: অভাবনীয়। মেয়াদোত্তীর্ণ স্তনদুগ্ধ ব্যবহার করে তৈরি হচ্ছে গা মাখার সাবান, শ্যাম্পু, সুগন্ধী। ওহিও ভিত্তিক প্রশাধনী সংস্থা লিও জুড-এর কর্ণধার টেলর রবিনসন সৌন্দর্য শিল্পে আলোড়ন সৃষ্টি করছেন।
নবজাতকদের জন্য বুকের দুধকে সেরা খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। টেলর রবিনসন, স্তনদুগ্ধের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ব্যবহার করে স্নানের পণ্য তৈরি করছেন যা একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের মতো ত্বকের সমস্যা মোকাবিলায় সহায়তা করে। ইনস্টাগ্রামে প্রচারিত এক ভিডিওতে, উদ্যোক্তা জুড ব্যাখ্যা করেছেন, কীভাবে তিনি মেয়াদোত্তীর্ণ স্তনদুগ্ধ ব্যবহার করে স্নানের পণ্য তৈরি করেন এবং সেই পণ্যগুলি তার গ্রাহকদের ত্বকের যত্নের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করেছে।
রবিনসন বলেন, "মহিলারা আমাদের কাছে স্তনগুগ্ধ পাঠান। যা সাধারণত মেয়াদোত্তীর্ণ হয়। আমরা ওই দুধ দিয়ে সাবান-সহ নানা প্রশাধনী সামগ্রী তৈরি করে থাকি। এই সাবান, শ্যাম্পু, সুগন্ধী একেবারেই প্রাকৃতিক।" বিস্তারিত বলতে গিয়ে টেলর বলেন যে, তিনি ব্যাগ থেকে স্তনদুগ্ধ বের করে তাতে লাই যোগ করেন এবং তারপর ছাঁচে ঢেলে দেন।
ভিডিওতে তিনি ব্যাখ্যা করে জানান যে, মেয়াদোত্তীর্ণ বুকের দুধ ত্বকে ব্যবহার করা যেতে পারে এবং মানুষ এর সমস্ত উপকারিতা পেতে পারে। টেলর বলেন, "স্তনদুগ্ধকে পুনঃব্যবহার করার এয়া একটা ভালো উপায়। আমার অনেক গ্রাহক বলেছেন যে, এটি তাদের একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের চিকিৎসায় সাহায্য করেছে।"
এক গ্রাহক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "ওহিও-র জ্যাকসনে লিও জুড সোপ কোং @leojudesoapco-এর মালিক টেলর রবিনসন মেয়াদোত্তীর্ণ বুকের দুধকে সাবানে রূপান্তরিত করেন। তিনি যে বুকের দুধ ব্যবহার করেন তার বেশিরভাগই সরাসরি স্থানীয় দাতাদের কাছ থেকে আসে। গ্রাহকরা একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের মতো ত্বকের সমস্যাগুলির জন্য তার সাবান ব্যবহার করেছেন।"
ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে। কেউ কেউ এই ধারণাটি দেখে ভ্রু কুঁচকোলেও, অন্যরা এর প্রাকৃতিক এবং সম্ভাব্য উপকারী বৈশিষ্ট্য দেখে আগ্রহী। একজন ব্যবহারকারী প্রশংসা করে লিখেছেন, "সৃজনশীল উদ্যোক্তা! অসাধারণ! অনুপ্রেরণাদায়ক!" অন্য একজন লিখেছেন, "এখন, এটা দারুন। বুকের দুধই সেরা।" আরেকজনের লেখা, "আমি এটা চেষ্টা করে দেখব। অনেকেই ত্বকের যত্নের জন্য আরও অদ্ভুত জিনিস ব্যবহার করে।" একজনের মন্তব্য, "এটি আসলে ছাগলের দুধের সাবানের চেয়ে কম নোংরা।"
লিও জুড সোপ কোম্পানির ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, সাবান ছাড়াও এই সংস্থা ত্বক পরিচর্চার অন্যান্য পণ্যও বিক্রি করে। এর মধ্যে রয়েছে ড্রাই শ্যাম্পু, প্রাকৃতিক ডিওডোরেন্ট এবং চ্যাপস্টিক।
