আজকাল ওয়েবডেস্ক: প্রতিবেশী তরুণীকে ঘিরে সংসারে অশান্তি। মোহময়ী তরুণীর রূপের ছটায় বাড়ছে বিড়ম্বনা। তুমুল দাম্পত্য কলহে অতিষ্ঠ এক বধূ। শেষমেশ সংসার বাঁচাতে তিনি যা করলেন, তা ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও তীব্র প্রতিবাদ করেছেন এ ঘটনার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তরুণী একটি পোস্টে জানান, তাঁর খোলামেলা পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁর নতুন প্রতিবেশী। ১৩ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। অথচ অতীতে কোনও প্রতিবেশীই তাঁকে ঘিরে কোনও আপত্তি জানাননি। অশান্তিও হয়নি। দিন কয়েক আগে খোলামেলা, ছোট পোশাক পরে ঘরদোর পরিষ্কার করছিলেন তিনি। সে সময় আলাপ করতে আসেন নতুন প্রতিবেশী।
কিছুক্ষণ কথা বলার পরেই সরাসরি প্রশ্ন করেন, তিনি এত ছোট ছোট জামাকাপড় কেন পরেন! তাঁর খোলামেলা পোশাকের কারণে স্বামী হা করে তাঁর দিকে তাকিয়ে থাকেন। এই পোশাকের কারণেই তাঁদের সংসারে সমস্যা আরও বাড়ছে। এর জেরে তরুণীকে পোশাক বদলানোর পরামর্শ দেন।
সঙ্গে সঙ্গে শুরু হয় বচসা। তরুণীও পাল্টা জানান, ঘরে স্বাধীনভাবেই তিনি চলাফেরা করবেন। তাতে কেউ আপত্তি জানালেও, তোয়াক্কা করবেন না। সমস্যা পোশাকে নয়, আসলে তাঁর স্বামীর। তাই স্বামীকেই যেন বদলানোর চেষ্টা করেন। বিষয়টি ঘিরে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, ঘরে তিনি ছোটখাটো পোশাক পরেন। ঘরের পর্দাও সরিয়ে রাখেন আলো-বাতাসের জন্য। এতে তাঁর কী দোষ, তিনিও বুঝতে পারছেন না।
