আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। আজ, বুধবার ভোরে রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়েছে রাশিয়া ও জাপানে। ২০১১ সালের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি আছড়ে পড়ল। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ড পর্যন্ত আরও একাধিক উপকূলীয় এলাকায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির ১.৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে তোকাচিতে। হোক্কাইডোর দক্ষিণ উপকূলীয় এলাকাতেও আছড়ে পড়ছে সুনামির উঁচু ঢেউ। 

বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা। প্রথম ভূমিকম্পের পর আরও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রাও ছিল ৬.৯। 

আরও পড়ুন: রেহাই নেই, আজ আরও বৃষ্টি বাংলায়! কোন কোন জেলায় দুর্ভোগের আশঙ্কা বেশি? রইল মেগা আপডেট

রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, এদিন ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের উপকূলে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি আছড়ে পড়েছে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করছে জোরকদমে। 

প্রসঙ্গত, চলতি মাসেই দিন কয়েক আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা। সেবার রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয় শক্তিশালী কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। 

ভূমিকম্পের পরেই কামচাটকা এলাকায় বহু আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু বাড়িও। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার উপকূলীয় এলাকায়। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে। 

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পের পরেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার কামচাটকা এলাকায় রিখটার স্কেলে ৯ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেবারেও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকায় ৯.১ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। 

?ref_src=twsrc%5Etfw">July 30, 2025

আজ সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভূমিকম্প এবং সুনামি ঘিরে সকল নাগরিককে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, 'প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্পের কারণে, হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির উপর নজরদারি চলছে। জাপানও ঝুঁকির মধ্যে রয়েছে। সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন।'