আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে যদি বিষাক্ত সাপের কথা বলা হয়ে থাকে তাহলে তার নাম টাইগার সাপ। সারা গায়ে বাঘের মত ডোরাকাটা দাগ থাকে বলে এদেরকে টাইগার স্কেক বলা হয়ে থাকে। এরা মাটিতে যেমন দ্রুত চলতে পারে ঠিক তেমনই এরা জলের মধ্যেও সমান গতিতে চলতে পারে। পাশাপাশি বিভিন্ন গাছে ওঠার সময়ও এদের গতি থাকে অসাধারণ।
বিষাক্ত সাপেরা সহজে মানুষের কাছএ আসতে চায় না। তারা বিপদে পড়লে তবেই মানুষকে আক্রমণ করে থাকে। তবে এখান থেকে টাইগার সাপের চরিত্র একেবারে আলাদা হয়ে থাকে। এরা মানুষের কাছে থাকলে পছন্দ করে। উপকূল এলাকা এদের প্রধান বাসস্থান।
তবে সবথেকে বড় বৈশিষ্ট হল এই সাপেরা জলে থাকার পর এদের যে বিষ নষ্ট হয়ে যায় তা অতি সহজে ফের ডাঙায় উঠার পর তৈরি হয়ে যায়। এরা তাই অন্য সাপের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। এদের বিষ অতি ভয়ানক। এদের এক ছোবলে শিশুদের মৃত্যু ঘটতে পারে। প্রাপ্তবয়স্করা আধমরা হয়ে যেতে পারেন। দ্রুত বিষের ওষুধ না দিলে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।
এদের গায়ের রং এমনভাবেই তৈরি করা হয়েছে যেখান থেকে এরা সহজেই যেকোনও জায়গায় মিশে থাকতে পারে। যদি তখন অসাবধান হয়ে পড়েন তাহলেই সব শেষ হয়ে যাবে।
গাছের ডালে লুকিয়ে থাকে পছন্দ করে এই সাপ। ফলে এদের সেখানে গেলেই পাওয়া যায়। বিপদে পড়লে এরা সরাসরি জলে ঝাঁপিয়ে পড়ে। তখন যদি বিষ নষ্ট হয়ে যায় তাহলেও কিছু সমস্যা নেই। ফের দ্রুত বিষ তৈরি করে নিতে এরা সিদ্ধহস্ত।
