আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগে অন্তত এক হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান কিন্তু হবু স্বামীকে ঘেঁষতে দেন না কোনো মহিলার ধারেকাছেও!
অস্ট্রেলিয়ার তথাকথিত 'সবচেয়ে সক্রিয়' মহিলা অ্যানি নাইট আবারো খবরের শিরোনামে এসেছেন। সম্প্রতি বেভারলি হিলসের এক রোমান্টিক ডিনারে প্রেমিক জেমস ব্রেশোর সাথে বাগদান সারলেও, অ্যানির পরিকল্পনা একটু ভিন্ন। তিনি জানিয়েছেন, বিয়ের রাত পর্যন্ত ১,০০০ জন পুরুষের সাথে শোয়াই তাঁর পরবর্তী লক্ষ্য!
অ্যানি বলেন, তাঁর বাগদত্তা জেমস সম্পূর্ণভাবে এক নারী কেন্দ্রিক, অর্থাৎ একমাত্র অ্যানির সাথেই বিশ্বস্ত থাকবেন, কিন্তু অ্যানির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ২০২৪ সালে ৬০০ জন পুরুষের সাথে শুয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়া অ্যানি এবার ২০২৫ সালের মধ্যে ১,০০০ জন পুরুষের সাথে যৌন সম্পর্কের পরিকল্পনা করেছেন।
অ্যানি জানান, জেমস খুবই সমর্থনশীল এবং তাঁর কাজকে সম্মান করেন। "আমাদের দশ বছরের ইতিহাস আছে। সে আমাকে এতটাই বোঝে যে আমি নিজেও নিজেকে এতটা বুঝি না," হাসতে হাসতে বললেন অ্যানি।
এমনকি অ্যানির ক্যারিয়ারের জন্য জেমস তাঁকে ক্যানকুনে স্প্রিং ব্রেক ট্রিপে সঙ্গ দিয়েছিলেন, যেখানে অ্যানি আর পর্নস্টার বনি ব্লু মিলে কয়েক ডজন কলেজ পড়ুয়াকে "কনটেন্ট" বানানোর জন্য সঙ্গে নিয়ে আসেন।
অ্যানি বলেন, “দিনের বেলা আমরা পার্টি করতাম, আর রাতে তাদের আমাদের হোটেলে নিয়ে যেতাম কনটেন্ট তৈরি করতে।” জেমস তখন হোটেলে বিশ্রাম নিতেন, আর রাতে এসে অ্যানির কনটেন্টের প্রশংসা করতেন।
“সে আমার কাজের প্রতি সহানুভূতিশীল। যদি আমি চুপিচুপি এসব করতাম, সে হয়তো রেগে যেত, কিন্তু যেহেতু সবটাই খোলাখুলি, তাই কোনও সমস্যা নেই।”
অ্যানি এবং জেমস এখনও বিয়ের তারিখ ঠিক করেননি, তবে ইতিমধ্যেই গোল্ড কোস্টে তাঁদের স্বপ্নের বাড়ি বানানোর এবং ভবিষ্যতে একটি পরিবার শুরু করার পরিকল্পনা করছেন।
“বিয়ের আগে হাজার জন পুরুষের সাথে শোওয়ার পরিকল্পনা নিঃসন্দেহে একটু অদ্ভুত,” স্বীকার করলেন অ্যানি, “কিন্তু সত্যিই আমি আমার লক্ষ্যে অবিচল।”
