আজকাল ওয়েবডেস্ক: এক ৪৫ বছর বয়সী ব্যক্তি যৌন অক্ষমতা দূর করতে প্রস্রাবনালীতে হোম ইনসুলেশন স্প্রে ব্যবহার করে চরম বিপাকে পড়েছেন। প্রেমিকার ভুলে স্প্রের বোতলের বোতাম চাপ পড়ে ফোম তার ইউরেথ্রায় ঢুকে যায় এবং সেখানে শক্ত হয়ে যায়।

মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, স্প্রে করা ফোম পুরুষাঙ্গ ও মূত্রথলিতে আটকে গিয়ে চার ইঞ্চি পর্যন্ত লম্বা শক্ত বস্তুতে রূপ নেয়। তিন সপ্তাহ অপেক্ষা করার পর, তীব্র ব্যথা ও রক্তপাত শুরু হলে তিনি হাসপাতালে যান।

অবস্থা জটিল হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর অণ্ডকোষ ও পায়ুর মাঝখানে নতুন একটি মূত্রত্যাগের রাস্তা তৈরি করতে হয়। চিকিৎসকরা জানান, পুনরায় অস্ত্রোপচারের আগে রোগীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা পাস করতে হবে। চিকিৎসকরা সতর্ক করেছেন, এ ধরনের 'সাউন্ডিং' এখন অনেকের মধ্যেই বেড়ে চলেছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে।