আজকাল ওয়েবডেস্ক: মার্কিন সীমান্তে এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে—ভারতীয় বাবা-মায়েরা তাঁদের সন্তানদের আমেরিকার মেক্সিকো বা কানাডা সীমান্তে একা ছেড়ে দিচ্ছেন, ভিসা বা আশ্রয় পাওয়ার আশায়।

২০২৪ অর্থবছরে ৫১৭ জন ভারতীয় শিশু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। ২০২২ সাল থেকে এই সংখ্যা ১,৬৫০ ছাড়িয়েছে। শিশুরা প্রায়ই ১২ থেকে ১৭ বছর বয়সী, কেউ কেউ মাত্র ৬ বছরেরও। তাঁদের হাতে কেবল একটি কাগজে নাম ও যোগাযোগ নম্বর লেখা থাকে।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি সচেতন কৌশল—বাবা মায়েরা প্রথমে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পরে তাঁদের সন্তানদের পাঠান, যাতে "পারিবারিক পুনর্মিলন"এর নামে আশ্রয় চাওয়া যায়।

এদিকে, ট্রাম্প প্রশাসন ও ICE (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এখন এই শিশুদের উপর নজরদারি আরও বাড়িয়েছে। তথাকথিত "ওয়েলফেয়ার চেক"-এর নামে শিশুরা ও তাঁদের অভিভাবকদের বিরুদ্ধে তদন্ত ও মামলা শুরু হয়েছে।

আইনজীবীরা এটিকে "গোপন পারিবারিক বিচ্ছিন্নতা" বলছেন। এক ১৬ বছরের কিশোরীর ঘটনায় জানা গেছে, হঠাৎ ‘ওয়েলফেয়ার চেক’-এর নামে সরকারী কর্মকর্তারা তার বাড়িতে হাজির হয়, এবং সে আতঙ্কে তার আইনজীবীকে ফোন করে।

এই অভিবাসন-নাটক কেবল আমেরিকার সীমান্তেই নয়, ভারতীয় সমাজের ভেতরেও এক গভীর সংকেত—চাকরি, নিরাপত্তা ও ভবিষ্যতের আশায় কতটা ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার।