আজকাল ওয়েবডেস্ক: যদি হঠাৎ করে কোনও প্রাণীর দেখা মেলে তাহলে তাকে নিয়ে চিন্তার কারণ তৈরি হয়ে যায়। গবেষকরা এবার ইন্দোনেশিয়ার রেনফরেস্টে দেখতে পারলেন এমনই একটি ছবি। এটি বহু যুগ আগে হারিয়ে যাওয়া একটি স্তন্যপায়ী ডিম পাড়া প্রাণী। 


এই প্রাণীরা আজ থেকে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। তবে সেখান থেকে ফের তাদেরকে দেখা গিয়েছে। গভীর জঙ্গলের ভিতরের ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি। বিষয়টি নিয়ে প্রথমে ভাবতে চায়নি গবেষকরা। তবে পরে তারা দেখলেন এই প্রাণীরা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটির নাম জাগলোসাস। 


এদেরকে জীবন্ত জীবাশ্ম হিসেবেও ধরেছেন গবেষকরা। এরা প্রচুর সংখ্যায় ছিল। তবে সেই সময় ছিল কার্যত ডাইনোদের যুগ। ফলে এরা তাদের খাদ্য হয়ে যেত অতি সহজেই। সেখান থেকেই এরা ধীরে ধীরে বিলুপ্তির দিকে চলতে শুরু করে। 


এই ধরণের প্রাণীরা কিভাবে ফের পৃথিবীতে দেখা দিচ্ছে তা নিয়ে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। তাহলে কী সেই সময় এদের বংশধররা কোথাও লুকিয়ে ছিল। সেখান থেকে এতগুলি বছর পর ফের এরা বেরিয়ে এসে দেখা দিয়েছে। 


নেদারল্যান্ডের মিউজিয়ামে এদের ছবি রয়েছে। সেখান থেকে এদেরকে দেখা যায়। তবে এতগুলি বছর এরা কোথায় লুকিয়ে ছিল তা নিয়ে তৈরি হয়েছে চিন্তা। এরা নিজেদের বাঁচাতে গিয়ে কোনও নির্দিষ্ট গর্তে লুকিয়ে ছিল। সেখান থেকে এরা নিজেদের পরবর্তী প্রজন্মকে ধরে রেখেছে। পৃথিবী নিজের কোন গোপন জায়গাতে এদেরকে লুকিয়ে রেখেছিল সেটাই এখন বিরাট বড় প্রশ্ন। 


যে ছবি সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে এই প্রাণীরা জঙ্গলের মধ্যে নিজের ডিমকে নিয়ে চলেছে। তার মানে হল এরা অতি দ্রুত বংশবিস্তার করতে সক্ষম। ফলে সেখান থেকে আগামীদিনে দ্রুত এরা ফের পৃথিবীতে নিজেদের সংখ্যা বাড়াতে চাইবে সেটাই স্বাভাবিক। জঙ্গলের মধ্যে রাখা ক্যামেরার সামনে যে ছবি সামনে এসেছে তাতে এই প্রাণীদের ফেরত আসা কোন নতুন সঙ্কেত দেবে সেটাই দেখার।