আজকাল ওয়েবডেস্ক: ফের কানাডায় বন্দুকবাজের হামলা। কানাডার টরন্টোয় বন্দুকবাজের গুলিতে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার পরে (টরন্টো সময়) লরেন্স হাইটস এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হননি।

?ref_src=twsrc%5Etfw">June 4, 2025

টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনাটি ফ্লেমিংটন রোড এবং জ্যাকারি কোর্টের কাছে ঘটেছে। নিহত ব্যক্তি একজন পুরুষ। আহতদের গুলির আঘাত ততটা গুরুতর নয়।

পুলিশ তদন্ত জন্য রানি অ্যাভিনিউ এবং অ্যালেন রোডের কাছে একটি চেকপোস্ট তৈরি করেছে। সন্দেহভাজন ব্যক্তির কোনও বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।

?ref_src=twsrc%5Etfw">June 4, 2025

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আজ সন্ধ্যায় লরেন্স হাইটস এলাকায় গুলি চালানোর খবরে আমি উদ্বিগ্ন। আমার অফিস টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। স্থানীয় কাউন্সিলর, ডেপুটি মেয়র মাইক কোল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুলিশ তদন্ত করছে।"