আজকাল ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। জুলাই-আগস্ট আন্দোলনের পর, দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওপার বাংলা। এবার আগুন লাগানো হল, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মুজিবের স্মৃতি। হাসিনা দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের নানা স্থানে মুজিবের মূর্তির উপর আঘাত হয়েছে, নষ্ট করা হয়েছে তাঁর স্মৃতি। বুধবারের রাতে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। একেবারে ধূলিস্যাত করা হল শেখ মুজিবুর রহমানের বাসভবন, স্মৃতি।
বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশে ভাষণ দেন মুজিব-কন্যা, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা ভাষণ দেন ভার্চুয়ালি, এবং তার আগেই একথা সমাজমাধ্যমে শেয়ার করে আওয়ামী লিগ। সেখান থেকেই শুরু নয়া অশান্তির। হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন জানার পরেই, শুরু হয় ৩২ ধানমন্ডির উপর হামলা।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রথমে উত্তেজিত জনতা মুজিবের বাড়িতে হামলা চালায়। পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার রাতে বুলডোজ়ার, ক্রেন, ভ্যাকুয়ম মেশিন নিয়ে যাওয়া হয়। ভাঙা শুরু হয় ওই বাড়ি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে মুজিবের বাড়ি ভাঙার কাজ। সে দেশের গণমাধ্যম সূত্রের খবর, মুজিবের বাড়ি ভাঙার মাঝেই, অনেকেই ওই বাড়ির কাঠামো, আসবাব নিয়ে চলে যাচ্ছেন।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনার বাসভবন সুধাসদনেও হামলা চালানো হয়েছে। খুলনা, চট্টগ্রাম, সিলেট রংপুর-সহ একাধিক জায়গায় আওয়ামী লিগের নেতাদের বাড়িতে হাম্লা-ভাংচুরের ঘটনা ঘটেছে। বেশকিছু জায়গায় মুজিবের ম্যুরালে ভাঙা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়িও।
উল্লেখ্য, ৩২ ধানমন্ডির উপর হামলার ঘটনার নিন্দা করে শেখ হাসিনা বলেন, 'তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।'
