আজকাল ওয়েবডেস্ক: ফের সুনামির আতঙ্ক! বিজ্ঞানীরা জানালেন এমনই ভয় জড়ানো তথ্য। এই মেগা সুনামি আছড়ে পড়তে চলেছে আমেরিকার একাধিক অংশে। তার মধ্যে রয়েছে প্যাসিফিক নর্থইস্ট, আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জ। এবং আগামী পঞ্চাশ বছরের মধ্যেই আসতে চলেছে এই মহাপ্রলয়। আর এই মহাপ্রলয় ঘটবে ভয়ঙ্কর এক ভূমিকম্পের জেরে।
ভার্জিনিয়া টেক জিওসাইন্টিস্টদের এক রিসার্চে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। বলা হয়েছে আমেরিকার ওই অংশে আগামী ৫০ বছরের মধ্যে তীব্র থেকে তীব্রতর ভূমিকম্প হতে পারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা হতে পারে আট। উপকূলবর্তী এলাকায় এই ভূমিকম্পের সম্ভাবনা। যার জেরে সমুদ্রের জলস্তর ৬.৫ মিটার অবধি বেড়ে যেতে পারে।
এই ভূমিকম্পের জেরে যে সুনামি আসতে চলেছে তাতে ছারখার হয়ে যেতে পারে কেপ ম্যান্ডেসিনো, ক্যালিফোর্নিয়া, ভ্যাঙ্কুভার দ্বীপ, কানাডা। এছাড়াও তীব্র ক্ষয়ক্ষতি হতে পারে নর্দার্ন ক্যালিফোর্নিয়া, নর্দার্ন ওরেগাঁও, সাদার্ন ওয়াশিংটন। আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জেও তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই মেগা সুনামির অর্থ সমুদ্রে ঢেউ কত উচ্চতায় উঠবে তার ধারণা কারও থাকবে না। আর তা সমতলে আছড়ে পড়ার পর মাইলের পর মাইল জুড়ে শুধু ধ্বংসলীলা চলবে।
ভারতেও এই মহা সুনামির প্রভাব পড়তে চলেছে? বিজ্ঞানীরা সে বিষয়ে এখনও কিছু না বলতে পারলেও ডেঞ্জার জোনে ভারতও রয়েছে।
