আজকাল ওয়েবডেস্ক: ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল দু' জনের। গুরুতর আহত পাঁচ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনার পরে পরেই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের হাতে আটক হয়েছে খোদ বন্দুকবাজ।

 আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাস্থল আমেরিকার ফ্লোরিডা। বৃহস্পতিবার ফ্লোরিডার এক বিশ্ববিদ্যালয়ে সেখানকারই এক প্রাক্তন পড়ুয়া আচমকা হামলা চালায় বন্দুক নিয়ে। 

 সামনে এসেছে হামলাকারীর নাম। জানা গিয়েছে তার নাম ফিনিক্স ইনকার। বয়স ২০। ইতিমধ্যে ঘটনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই  ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হেঁটে চলেছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। অনেকেই ভয়ে রীতিমতো চিৎকার করছেন। তরুণ সেসবে কর্ণপাত না করে, তাঁদের দিকেই তাক করে গুলি চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত আট থেকে ১০বার গুলি ছোঁড়ে ওই যুবক। গুলি চলার ঘটনার পরেই   বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

বন্দুকবাজ পুলিশ এবং নিরাপত্তারক্ষীর গুলিতে আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই যুবকের গুলিতে যে দু’ জনের প্রাণ গিয়েছে, তারা কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন।