আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল সংঘর্ষে জল্পনার অবসান ঘটিয়ে জড়িয়ে পড়েছে আমেরিকা। স্থানীয় সময় শনিবারে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকান সেনাবাহিনী। ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। কিন্তু কী বলছে ইরান? পালটা ভাবনা কী? পরমাণু কেন্দ্রে হামলার পর, তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা কতটা?
The United States, a permanent member of the United Nations Security Council, has committed a grave violation of the UN Charter, international law and the NPT by attacking Iran's peaceful nuclear installations.
— Seyed Abbas Araghchi (@araghchi)
The events this morning are outrageous and will have everlasting…Tweet by @araghchi
হামলার পরেই ইরানের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সৈয়দ আব্বাস আরাকচি লিখেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।
জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনবহির্ভূত এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে বলেও বিবৃতিতে লিখেছেন ইরানের বিদেশমন্ত্রী। একইসঙ্গে লিখেছেন, জাতিসংঘ সনদ এবং এর বিধান অনুসারে আত্মরক্ষার জন্য বৈধ প্রতিক্রিয়ার অনুমতি দিয়ে, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প পথ গ্রহণ করবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোসেন শরিয়তমাদারি, খামেনেইয়ের পরামর্শদাতা জানিয়েছেন আমেরিকার হামলার পর, এবার পালা ইরানের। আমেরিকার নৌসেনার জাহাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে জানিয়েছেন তিনি।
????Sirens sounding across Israel due to another Iranian missile launch????
— Israel Defense Forces (@IDF)Tweet by @IDF
অন্যদিকে ইরান জানিয়েছে, পরমাণু কেন্দ্রে হামলার কারণে, তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে না সেই হারে। ফলে সেখানকার সাধারণ মানুষ সুরক্ষিত রয়েছেন। একই তথ্য উঠে আসছে সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক পর্যবেক্ষণ কেন্দ্রের। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় সময় রবিবার সকালে প্রবল বিক্রমে ইরান প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েলের উপর। আইডিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে ইরানের হামলার প্রসঙ্গে।
Following attacks on three nuclear sites in Iran - including Fordow - the IAEA can confirm that no increase in off-site radiation levels has been reported as of this time.
— IAEA - International Atomic Energy Agency ⚛️ (@iaeaorg)
IAEA will provide further assessments on situation in Iran as more information becomes available.Tweet by @iaeaorg
