আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল সংঘর্ষ আরও জটিল আকার নিয়েছে, আমেরিকার হামলায়। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায়। তারপর থেকেই ইরান-ইজরায়েলের সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতি খোঁজ খামেনেইয়ের। কোথায় ইরানের শীর্ষ নেতা? ইজরালের খামেনেই জমানার পতন চাইছে, আমেরিকা হামলার আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা জানে খামানেই কোথায়। 

একাধিক সর্বভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, খামেনেই নাকি লুকিয়েছেন বাঙ্কারে। ইতিমধ্যে ভাসছে তাঁর তিন উত্তরসূরির নামও। দ্য নিউইয়র্ক টাইমস সূত্রে খবর, খামেনেই নিজেই তিনজনের নাম জানিয়েছেন। তাঁর মৃত্যুতে এই তিনজনের মধ্যে থেকেই একজন হবেন ইরানের শীর্ষ নেতা।

কারা তালিকায়? কারা তালিকায়, তার সঙ্গেই নিউ ইয়র্ক টাইমস একই সঙ্গে জানিয়েছে কারা নেই তালিকায়। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা, যিনি একজন ধর্মযাজক এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠ, যাঁর নাম নিয়ে গুজব সবথেকে বেশি, তালিকায় নেই তিনি। অন্যদিকে ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকেও ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার আগে একজন অগ্রণী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল।