আজকাল ওয়েবডেস্ক: প্যালেসস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার একযোগে এই তিন দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। শিল্পোন্নত (জি সেভেন) সাত দেশের মধ্যে এই তিন দেশের প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যবাহী। 

এ দিন প্রথমে কানাডা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে জানিয়েছেন, রবিবার থেকে কানাডা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে তিনি প্যালেস্টাইন ও ইজরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার প্রস্তাব দিয়েছেন।

এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা করেছেন। তবে এই প্যালেস্টাইন রাষ্ট্রে 'জঙ্গি গোষ্ঠী' হামাসের কোনও ভূমিকা থাকবে না বলে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি।

এই দুই দেশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, "মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকার মুখে আমরা দু'টি বিবাদমান রাষ্ট্রের মধ্যে সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে কাজ করছি। এর অর্থ একটি মজবুত প্যালেস্টেনীয় রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইজরায়েল- যার কোনওটি এই মুহূর্তে আমরা দেখছি না। তবে এখন সময় এসেছে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির। তাই আজকে দুই রাষ্ট্রের সমাধান ও শান্তির আশা পুনরুজ্জীবিত করতে আমি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্পষ্টত ঘোষণা করছি যে, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।"

গত শুক্রবারই ইউরোপের আরেক দেশ পর্তুগাল প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছিল। গত বছরের মে মাসে পর্তুগালের প্রতিবেশী দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে একযোগে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকে একই পদক্ষেপ নিতে অনুরোধ করলেও পর্তুগাল তখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে অল্প কয়েকটি দেশই প্যালেলেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। পর্তুগাল ছাড়াও তালিকায় ছিল পূর্বের কয়েকটি কমিউনিস্ট দেশ, সুইডেন এবং সাইপ্রাস। এবার তালিকায় যুক্ত হল ব্রিটেনও। 

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্যালেলেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছিল ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা। এ দিন তারই ঘোষণা হল।

আরও পড়ুন- গাজায় যুদ্ধ-কাশ্মীর সমস্যাকে এক সারিতে ফেলতে মরিয়া শেহবাজ শরিফ, 'বুদ্ধিহীন' কৌশলে কীসের বার্তা?