আজকাল ওয়েবডেস্ক: আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহীন বিমান কাজাখস্তানের আকতাউ-তে ভেঙে পড়েছে। এরপরই দুর্ঘটাগ্রস্ত বিমানটিতে বিস্ফোরণ ঘটে। কাজাখস্তান সরকারের জরুরি মন্ত্রকের তরফে এ খবর নিশ্চিৎ করা হয়েছে। ওই বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। ফলে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

বিমানি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজোনি যাচ্ছিল। জানা গিয়েছে,ঘন কুয়াশার কারণে বিমানটিকে অন্য রুটে ঘোরানো হয়েছিল। বিমানটির পাইলট জরুরী অবতরণের অনুরোধ জানিয়ে বেশ কয়েকবার বিমানবন্দরের কাছেই চক্কর কাটে। কিন্তু শেষরক্ষা হয়নি। বিমানটি মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে  বিমানবন্দরের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিমানটি বন্দরের উপরে চক্কর কাটছে। তবে ক্রমশ ডানপ্রান্তে হেলে পড়ছে। তারপরই সেটি ভেঙে পড়ে। ভিডিও-তে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আনাগোনা করতে দেকা যাচ্ছে।  বেশকিছু লোককে উদ্ধার করা হচ্ছে এবং বিমানের পিছনের প্রান্তে অবস্থিত জরুরি প্রস্থান থেকে তাদের নামানো হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই বিমানের রেজিস্ট্রেশন নম্বর, 4K-AZ65, যা  FlightRadar24-এ উপলব্ধ ডেটার সঙ্গে মিলে যাচ্ছে৷

 

?ref_src=twsrc%5Etfw">December 25, 2024

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানটি ক্যাস্পিয়ান সাগরের উপর দিয়ে উড়ছে এবং চেচনিয়ায় তার গন্তব্যের দিকে যাচ্ছে। বিমানটি রাশিয়ার সীমানায় প্রবেশ করেঠিল এবং জরুরি অবতরণের অনুরোধ জানিয়ে বিমানবন্দরের কাছাকাছি চক্কর দিতে থাকে। ভারতীয় সকাল ৬.২৮ মিনিটে বিানটি বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে ক্যাস্পিয়ান সাগরের তীরে ভেঙে পড়ে। 

শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ১৪ জন যাত্রীকে এখনও পর্যন্ত আকতাউ শহরের হাসপাতালে ভর্তি করা হয়্ছেে। 

 

?ref_src=twsrc%5Etfw">December 25, 2024