আজকাল ওয়েবডেস্ক: এজরা বন্দন, ওরফে এজরানুর। ওনলি ফ্যান তারকা ওই তরুণী এখন জোর চর্চায়। কারণ তাঁর ২৪ ঘণ্টার পরিকল্পনা। কী পরিকল্পনা করেছিলেন তরুণী, যার কারণে শুধু চর্চা নয়, গ্রেপ্তারও হতে হল তাঁকে।
ওনলি ফ্যান তারকা, অর্থাৎ ভিডিও বানান, প্রাপ্ত বয়স্কদের জন্য। তিনি আচমকা জানান, তিনি বিশ্বের সব রেকর্ড ভাঙতে, ২৪ ঘণ্টায় শয্যাসঙ্গী চান অন্তত ১০০ জন। তরুণী তারকা এই ঘোষণা করার পরেই, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
ইস্তাম্বুলের ওই তরুণী জানিয়েছেন, তাঁর লক্ষ্য প্রথমে তুর্কি রেকর্ড ভাঙা, পরে বিশ্বের সব রেকর্ড ভাঙা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই তরুণীর এর আগেও পাঁচটি ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অর্থাৎ পুলিশের খাতায় নাম উঠেছে আগেই। তারমধ্যে রয়েছে অন্যকে অপমান করা-হুমকি দেওয়া, সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা। তাঁর স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। ওই তরুণীর অভিযোগ, পুলিশ তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। বেঁধে রাখা হয়েছিল হাত, ঠান্ডা মেঝেতে থাকতে দেওয়া হয়েছিল। তার কানেও আঘাত লাগে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই বনি ব্লু নামের অপর এক ওনলি ফ্যান তারকা জানিয়েছিলেন, ১২ঘণ্টায় বিছানায় সঙ্গ দিয়েছেন ১০৫৭জন পুরুষকে। এটি কেবল ১২ঘণ্টা নয়২৪ ঘণ্টার নিরিখেও বিশ্ব রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে চান এজরা। এর আগে, ২০০৪ সালে লিসা স্পার্কসের একদিনের শয্যাসঙ্গী ছিল ৯১৯। ২০২৫-এ এসে সেই রেকর্ড ভাঙলেন বনি।
