আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদির উত্তরসূরী কে? কাকে বেছে নেবে গেরুয়া বাহিনী। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা ওরফে অভয় সিং। এছাড়াও ভবিষ্যতে রাইসিনা হিলসের বাসিন্দা অর্থাৎ দেসের রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন এই সাধু।
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, "আগামী দিনে দেশে যোগী আদিত্যনাথকেই প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে।"
প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর কী করবেন মোদি? আইআইটি বাবা ওরফে অভয় বলেছেন, "যোগীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। মোদিজি তখন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবেন।"
দিল্লির বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মার প্রতি তাঁর সমর্থন অকপটে জানিয়েছেন আইআইটি বাবা। এই নূপুরকে দিল্লির মুখ্যমন্ত্রী করলে পদ্ম শিবির সুবিধা পাবে বলে জানিয়েছেন মহাকুম্বের ভাইরাল এই সাধু।
প্রয়াগরাজের মহাসঙ্গমে ১৪৪ বছর পর মহাকুম্ভে পূণ্যস্নানের জন্য গিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী। নানা আকর্ষণ সেখানে। তাদের মাঝেই নজর কেড়েছেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। তাঁর পড়াশোনা আইআইটি মুম্বই থেকে। তারপর জীবনের নানা তিক্ততায় বেছে নিয়েছেন সন্ন্যাস জীবন।
