আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ সালে শ্রীনগরের বাসিন্দা আবিরালের সঙ্গে বিয়ে হয়েছিল পাঞ্জাবের মোহালির বিনোদ কুমারের। কিন্তু সময়ের সঙ্গেই ফেসবুকর বন্ধু রায়বরেলির ফয়জান আহমেদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান বিবাহিত আবিরাল। তারপরই আবিরাল ও বিুনোদের সংসারে নয়া মোড়। প্রেমের টানে ঘর ভাঙতে পিছপা হননি আবিরাল। তবে, যেভাবে তিনি স্বামীর কয়েক ভোরি সোনার গয়েনা, ৫ লাখ টাকা নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে পালালেন তা ভাইরাল হয়েছে।

স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিনোদ কুমার। দায় চাপিয়েছেন স্ত্রীর প্রেমিকের ঘাড়ে। দাবি করেছেন, প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই চুরির আশ্রয় নিয়েছেন আবিরাল।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরেই বিনোদকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী আবিরাল। এরপর সে প্রেমিক ফয়জানকে বিয়ে করেন। যা জানতে পেরেই আর সহ্য করতে পারেননি বিনোদ। শেষে রায়বেরেলি থানায় স্ত্রীর বিরুদ্ধে চুরি ও তাঁকে প্রতারণার অভিয়োগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ আবিরালকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ জানিয়েছে, মহিলা প্রেমিকের সঙ্গেই থাকতে চান। চুরির ঘটনার তদন্ত করছে পুলিশ।