আজকাল ওয়েবডেস্কঃ প্রায়ই মেট্রোতে ঘটা অদ্ভুত সব ঘটনা ভাইরাল হয়। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এবার যা ঘটল তা জেনে তাজ্জব হবেন।  মেট্রোয় প্রকাশ্যেই ঘুমন্ত যুবককে জড়িয়ে ধরলেন অচেনা এক তরুণী! তাও আবার চলন্ত মেট্রোয়, একরাশ লোকের মাঝে। ঘুম ভাঙতেই চমকে উঠলেন যুবক। নিমিষে সরে দেখা যেতে গেল তাঁকে। 

মেট্রোতে বসে ঘুমন্ত অবস্থায় বারবার ঢলে পরছিলেন যুবক। ওই যুবকের পাশেই দাঁড়িয়েছিলেন তরুণী। যুবককে ওই অবস্থায় দেখে তাঁর দিকে এগিয়ে যান তরুণী। এরপর যুবককে জড়িয়ে ধরে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। আচমকাই ঘুম ভেঙে যায় যুবকের। তড়িঘড়ি যুবক সরে যান। ওই তরুণী যে তাঁর অচেনা তা যুবকের চোখ মুখের ভঙ্গিতেই স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। 

ভাইরাল ভিডিও-র ক্যাপশানে এই ঘটনাকে সুন্দর মুহূর্ত বলে উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই ২ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। লাইক এবং ভিউয়ের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।