আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র একটা চকোলেট চেয়েছিল তারা। না দেওয়ায়, দোকান থেকেই একটা চকোলেট নিয়েছিল এক বালক। এটাই ছিল তার দোষ। টাকা দেওয়ার আগেই পাঁচ বালকের উপর নির্মম অত্যাচার দোকানদার ও তার ছেলের। তাদের দাবি, দোকান থেকে ওই পাঁচ বালক চকোলেট চুরি করেছে। এর জেরেই জনসমক্ষে নারকীয় অত্যাচার করা হল তাদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহিতে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৫ জুন। সম্প্রতি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরেই পদক্ষেপ করে পুলিশ। চকোলেট চুরির অপবাদে পাঁচ বালককে বেধড়ক মারধর করা হয়। তাদের নগ্ন করে, জুতোর মালা পরিয়ে প্যারেড করানো হয়। মারতে মারতে কয়েকজনকে অজ্ঞান পর্যন্ত করে দেওয়া হয়েছিল।
ভিডিওতেই দেখা গেছে, বালকদের মারতে মারতে তাদের নাম, বাবার নাম বলার জন্য জোরাজুরি করছিল ওই দোকানদার। পাঁচ বালকের উপর নৃশংস অত্যাচারের মুহূর্তে কেউই এসে কোনও প্রতিবাদ করেননি। বরং স্থানীয়রা কাণ্ডটি দেখে হাসাহাসি করছিলেন। কেউ কেউ আবার ভিডিও, ছবিও তুলছিলেন। পাঁচ বালক কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেও, কেউ তাদের রক্ষা করতে আসেননি।
ভিডিওটি দেখেই পদক্ষেপ করে পুলিশ। ওই দোকানদার, তার ছেলে এবং এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় এক বালক জানিয়েছে, সে দোকান থেকে একটি চকোলেট নিয়েছিল।
