আজকাল ওয়েবডেস্ক: ৮ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট হবে। মঙ্গলবারই এই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই সময়ই তিনি স্মরণ করিয়ে দেন যে, মহারাষ্ট্রের মত রাজধানীতেও বুধবারই (৮ ফেব্রুয়ারি, ২০২৫) গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব উদযাপিত হতে চলেছে। কেন ভোটের জন্য বুধবারকেই বেছে নিল কমিশন? এ দিন তার ব্যাখ্যা দিয়েছেন রাজীব কুমার।
এর নেপথ্যে নির্দিষ্ট কারণ রয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর ব্যাখ্যা, শনি বা রবিবার ছুটির দিন। এই দিনগুলিতে ভোট হলে অনেকেরই ছুটির আমেজ কাটিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যেতে অনিহা থাকে। ফলে শহুরে মধ্য ও উচ্চবিত্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন না। কিন্তু, সপ্তাহের মাঝে কোনও দিন ভোট হলে এই মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বেশিরভাগই ভোট দিয়ে থাকেন। অতীতে মহারাষ্ট্রে ভোটের দিন এই প্রবণতা লক্ষ্য করেছে কমিশন। তারপরই দিল্লির ভোটের দিন সপ্তাহের মাঝে বুধবার স্থির করা হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, "লক্ষ্য করবেন যে, মহারাষ্ট্রে মত দিল্লিতে ভোটের তারিখ বুধবার। এটি ইচ্ছাকৃত এবং আমরা চেষ্টা করেছি যাতে ভোটের দিন সপ্তাহের মাঝামাঝিই হয়। তাহলে ভোট প্রয়োগে শহুরে উদাসীনতার বিষয়টি আর লক্ষ্য করা যায় না।"
উল্লেখ্য, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা ভোট গত বছর ২০ নভেম্বর হয়েছিল। ওই দিনটি ছিল বুধবার। গণনা হয়েছিল ২৩ নভেম্বর (শনিবার)।
২৩ ফেব্রুয়ারি ৭০টি আসন-বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। কমিশনের ঘোষণা অনুসারে, দিল্লিতে আগামী ২ ফেব্রুয়ারি (বুধবার) বিধানসভা ভোট হবে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা। মোট ভোটারের সংখ্যা ১.৫৫ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৭১.৭৪ লাখ। পুরুষ ভোটারের সংখ্যা ৮৩.৪৯ লাখ। প্রথমবার ভোট দেবেন ২.০৮ লাখ। মোট বুথের সংখ্যা ১৩,০৩৩। ওয়েবকাস্টিং হবে ১০০ শতাংশ।
ইতিমধ্যে সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি বা আপ। ৪৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বিজেপি আপাতত ২৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
