আজকাল ওয়েবডেস্ক: মাসের শেষেই ধনতেরাস। ধনতেরাসে অনেকেই সোনা, রুপো কেনেন। কিন্তু জানেন কি কেন কেনা হয়? কেনই বা শুভ মনে করা হয়? জানুন বিস্তারিত।

 

 

এবছর ধনতেরাস ২৯ অক্টোবর। এই বিশেষ দিনে সোনা বা রুপো কেনা শুভ বলে মনে করা হয়। ক্যালেন্ডারের হিসেবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩ তারিখে পালন করা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী। মনে করা হয়, লক্ষ্মী এবং কুবেরকে স্বাগত জানাতেই সোনা, রুপোর গয়না, অন্যান্য দ্রব্য ক্রয় করে থাকেন সাধারণ মানুষ। কারণ লক্ষ্মী এবং কুবের, দুজনেই হিন্দু পুরাণে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। মনে করা হয়, এই বিশেষ দিনে সোনা এবং রূপো কিনলে, সম্পদ, সমৃদ্ধি অর্জন হয়। 

 

অনেকেই এই বিশেষ দিনে, বিপুল পরিমাণ গয়না এবং অন্যান্য দ্রব্য কিনে থাকেন। ধনতেরাসে ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর রাত ১২টায় শুরু হবে, এবং সেদিন দুপুর পৌনে তিনটা পর্যন্ত থাকবে। ওই সময়কালে একগুচ্ছ নিয়মকানুন পালনের রেওয়াজ রয়েছে। 

 

যদিও এই বিশেষ দিনে সোনা রূপো কেনা শুভ মনে হলেও, বর্তমানে এই দুই ধাতুর যা বাজার দর, তাতে মাথায় হাত মধ্যবিত্তের। মনে করা হয়, সোনা, রূপো ছাড়াও এই বিশেষ দিনে হলুদ, ঝাড়ু, পিতলের পাত্র, জোড়া হাতির মূর্তি, পান, কড়ি কেনা শুভ।