আজকাল ওয়েবডেস্ক: ক্রাইম পেট্রোল এক জনপ্রিয় টিভি শো। যা বাস্তব জীবনে ঘটে চলা নানা অপরাধের মুখোশ উন্মোচন করে। এই শো জীবনের ঘটনা এবং অপরাধমূলক কার্যাকলাপ সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করে তোলে। কিন্তু জানেন কী এই অনুষ্ঠানে যাঁরা অভিনয় করেন, কেউ মেক আপ করেন না। 
 
  
 
  
 
 এই শোতে সাফল্য পাওয়ার অন্যতম কারণ হল উৎপাদনের প্রতিটি দিক নিয়ে গবেষণা করা। সম্প্রতি এক সাক্ষাৎকার নেওয়া হয়েছে ক্রাইম পেট্রোলের সঙ্গে যুক্ত লোকেদের। তাতে বলা হয়েছে, গবেষণাটি শুধুমাত্র কোনও ঘটনার নির্ভুলতা নিশ্চিত করে না। বরং শোতে দর্শকদের বিশ্বাসকেও আরও শক্তিশালী করে। এটি একটি অদ্ভুত অভিজ্ঞতা। এর ফলে তারা মনে করেন সত্যিকারের পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করছেন। 
 
  
 
  
 
 যাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাঁর নাম দর্শন রাজ। তিনি জানিয়েছেন, যে গবেষণা দল প্রায়শই সংবাদপত্র থেকে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তথ্য যাচাই করার জন্য পুলিশের সঙ্গে সহযোগিতা করে। এই শোতে নিশ্চিত করা হয়, নায়ক এবং খলনায়ক উভয়ের চিত্রায়ন আইনতভাবে ঠিক যা দর্শকদের জন্য সঠিক তথ্য দিয়ে থাকে। এই শোটি ভারতের ২২টিরও বেশি রাজ্যজুড়ে চিত্রায়িত হয়েছে। দর্শন রাজের মতে, একটি পর্বের শুটিং এবং পুরো ঘটনাটি টেলিভিশনে সম্প্রচার করতে প্রায় এক মাস পর্যন্ত সময় লেগেছে। 
