আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফলে যা ইঙ্গিত মিলেছে তাতে সেখানে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দীর্ঘ ২৭ বছর পর রাজধানী দখলের পথে গেরুয়া শিবির। আপকে অনেকটা পিছনে ফেলে দিয়ে দিল্লি দখলের দিকে এগিয়ে চলেছে বিজেপি। তবে যদি দিল্লিতে বিজেপি সরকার গঠন করে তাহলে কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী।
 
 পারভেস বর্মা
 
 দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র পারভেস। তিনি দিল্লির আপ কর্তা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছেন। যদি তিনি কেজরিওয়ালকে হারিয়ে দিতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি সকলের আগে থাকবেন। জায়েন্ট কিলার হিসাবে তাকে সবার আগে অগ্রাধিকার দেবে গেরুয়া শিবির।
 
 রমেশ ভাদুড়ি
 
 প্রাক্তন এই সাংসদের দিকেও নজর থাকবে সকলের। গুর্জর নেতা হিসাবে যথেষ্ট জনপ্রিয় রমেশ ভাদুড়ি। তিনি আপ নেতা অতিশীর বিরুদ্ধে লড়াই করছেন। দিল্লিতে বিজেপির অন্যতম মুখ এই রমেশ ভাদুড়ি। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেতে চাইবেন অনেকেই।
 
 বাঁসুরি স্বরাজ
 
 ইনি প্রাক্তন মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে। দিল্লি থেকে প্রথমবার তিনি সাংসদ হয়েছেন। তবে ইতিমধ্যেই বিজেপিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আডবানির আসনে লড়াই করে তিনি নিজেকে হাইপ্রোফাইল প্রমাণিত করেছেন. তার হাতেও দিল্লির দায়িত্ব তুলে নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
 
 স্মৃতি ইরানি
 
 লোকসভা ভোটে গান্ধী পরিবারের বিশ্বস্ত নেতা কিশোরী লাল শর্মার কাছে হেরে গিয়ে স্মৃতি দিল্লি ভোটে লড়ছেন। তার দিকেও খানিকটা পাল্লা ঝুঁকে রয়েছে।
 
 দুষ্মন্ত গৌতম
 
 বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি আগেও সামলেছেন। দলিত নেতা হিসাবে তার বেশ নামডাক রয়েছে। দিল্লির করোল বাগ থেকে তিনি লড়ছেন। প্রতিপক্ষ আপের বিশেষ রবি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গৌতমের। বরাবরই রাজনীতির ছাত্র তিনি। দলিতদের দিকে নজর রাখতে হলে তাকেও মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি শিবির। তবে শেষ সিদ্ধান্ত নেবে বিজেপি হাইকমান্ড। 
