আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি টেলিকম প্রতিষ্ঠানকে সস্তার প্ল্যান বেঁধে দিয়েছে ট্রাই। সেখানে ভয়েস থেকে শুরু করে এসএমএস সবেতেই থাকবে বিশেষ ছাড়। তবে এমন বহু গ্রাহক রয়েছেন যারা নিজেদের ফোনে দুটি করে সিম ব্যবহার করে থাকেন। তাদের জন্য কী অফার থাকছে। তারা যদি একটি সিমের ডাটা ব্যবহার করে থাকেন তাহলে তাদের অন্য সিমের কী হবে। সেখানে কত টাকা ব্যালেন্স ভরবেন। 


জিও, এয়ারটেল এবং ভি এখানে তাদের বেশ কয়েকটি প্ল্যান এনেছে। তাদের সঙ্গে বাজারে টিকে থাকতে হলে এবার আসরে নেমেছে বিএসএনএল। তারা নিজের গ্রাহকদের জন্য এবার নিয়ে এসেছে বিশেষ প্ল্যান। 

 


বিএসএনএল এবার নিয়ে এল ১৭ দিনের প্রিপেড প্ল্যান। সেজন্য দিতে হবে ৯৯ টাকা। এখানে থাকছে আনলিমিটেড কলের সুবিধা। ভারতের যেকোনও শহর থেকে একে ব্যবহার করা যাবে। মুম্বই এবং দিল্লিতে এই প্ল্যান ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। পাশাপাশি থাকছে ৪৩৯ টাকার বিশেষ প্ল্যান। সেখানে সময় পাওয়া যাবে ৯০ দিন। এখানে থাকবে আনলিমিডেট কলের পাশাপাশি থাকছে প্রচুর ডাটার হিসেব।

 


গোটা দেশে বর্তমানে বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক চালু করেছে। তবে তারা চাইছে দ্রুত ফাইভ জি চালু করতে। এই ধরণের অফার বিএসএনএল এই প্রথমবার নিয়ে এসেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে তাদের গ্রাহক সংখ্যা ক্রমেই কমছে। সেখান থেকে ফের ঘুরে দাঁড়াতে এই নতুন প্ল্যান চালু করছে তারা। তবে প্রতিটি প্যান নেওয়ার আগে ভাল করে জেনে নিতে তবেই সেটি নিজে ব্যবহার করবেন। নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে।